মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও। । । " মাত্র শেষ হল লন্ডন ২০১২ অলিম্পিক.....সুযোগ হয়েছিল ভলান্টিয়ার হিসেবে কাজ করার। চমৎকার একটি অভীজ্গতা।
মিডিয়ার ভাষ্য অনুযায়ী সবচাইতে সফল অলিম্পিক। ভেতরে কাজ করতে গিয়ে তাদের এই ব্যাপক সাফল্যের কারন হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে তা হলো - লন্ডনের মাল্টি-কালচারাল এনভারন্টমেন্ট।
সারা পৃথিবীর দুইশ'র বেশী দেশের এ্যাথলেট এবং অফিশিয়ালস সহ আরো বেশী দেশের মানুষ জড়ো হয়েছিল এখানে। পৃথিবীর যে প্রান্তেরই হোক না কেন, লন্ডনে তার দেশী একটা পাবেই পাবে (৯৯.৯৯% সম্ভাবনা,আমাদের দেশের ওদের মতো!!!)। যেকারনে লন্ডনকে পর মনে হয় না।
এখানে পাওয়া যায় না এম কোন খাওয়া-খাদ্য নেই। পৃথিবীর সব কর্ণার থেকেই বিভিন্ন ধরনের ফুড আসে এখানে। আর তাই বাইরের মানুষের কাছ খুব সহজেই আপনা মনে হয় এই সিটিকে (যদিও অনেক নেগেটিভ ব্যাপার-স্যাপারও আছে)। খোদ লন্ডনে অফিশিয়লি রিকগনাইজ ভাষাই আছে তিনশ'রও বেশী।
যাই হোক, কথা কম-কাজ বেশী।
। । । কিছু ছবি শেয়ার করলাম লন্ডন ২০১২ অলিম্পিক এর---
আইজ আবার দিহি পরধান মনতিরি একখান ধইন্যা লেটারো পাঠাইছে..... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।