ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে
আমার জানা মতে শাহানা ও তার হাজবেন্ড দু'জনই ব্লগার ছিল। জানা যায় ব্লগিং থেকেই তাদের পরিচয়, পরে বিয়ে। তাদের সন্তানও হয়ত ব্লগার।
এ রকম আরও অনেকে থাকতে পারে। তাই শফিকুল ভাই প্রথম ফ্যামিলি ব্লগার (সম্পূর্ণ ফ্যামিলি) এটা বলা মনে হয় সঠিক হচ্ছে না।
এ বিষয়ের অবতারণা করে শফিকুল ভাইকে আমি খাটো করছি না। এজন্য শফিকুল ভাই-এর কাছে ক্ষমা প্রার্থী। বরং শফিকুল ভাই এজন্য বাহবা পেতে পারেন যে, তিনি তার পুরো পরিবারকে সামহোয়্যারইন-এর ব্লগার হিসাবে নিয়ে এসেছেন। তার পোষ্টে শুভেচ্ছা সূচক মন্তব্যও করে এসেছি। এ থেকে অন্য ব্লগাররাও তার বৌ আর সন্তানদের উৎসাহিত করতে পারবে।
মিলটন ভাই বৌও ব্লগিং-এর প্রতি উৎসাহিত হয়ে বাপের বাড়ী ছেড়ে মিলটন ভাইয়ের বাড়ীতে চলে আসবে। সে আশায় থাকলাম।
শফিকুল ভাই-এর পোষ্টটি : Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।