আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগীয় সহনশীলতা (উৎসর্গ মহাকবি মাইকেল মেহেদী)

তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি

সকল স্তরে 'মুক্ত চিন্তা'র বিষয়টি প্রতিষ্ঠিত করতে হলে প্রথমত আপনাকে যা নিশ্চিত করতে হবে তা হচ্ছে সহনশীলতা। কোন প্রকার বাধ্যবাদকতা নয় বরং প্রতিনিয়ত চর্চার মাধ্যমে একে রেওয়াজে পরিণত করতে হয়। আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে গ্রীক দার্শনিক প্লেটো বলেছিলেন, " রাষ্ট্রে ন্যায়ধর্ম, সাম্যবাদ কিংবা সহনশীলতা কখনই আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করা যায় না। সকলের সম্মিলিত প্রয়াস এবং অবিরত চর্চার মাধ্যমে এগুলোকে সমাজের কৃষ্টিতে পরিণত করতে হয়"। এ বিষয়ে প্রায়শই অভিযোগ শুনা যায় যে, সহনশীলতার বিষয়ে সমাহোয়ারের ব্লগারদের গ্রাফটা সর্বদাই নিম্নমুখী।

অভিযোগটি একবারে অসত্য নয়। তবে এসব অভিযোগের ভীড়েও একজন মানুষ আছেন যিনি প্রতিনিয়ত তার সহনশীলতার মাধ্যমে সামহোয়ারকে গৌরবান্বিত করছেন এবং সহনশীলতাকে সামহোয়ারের কৃষ্টিতে পরিণত করার চেষ্টা করছেন। তিনি আর কেউ নন, আমাদের সবার গুরু, মহাকবি মাইকেল মেহেদী। গুরুর ব্লগে অনেকেই তাকে ছাগল, পাঠা, বেকুব ইত্যাদি আপত্তিকর শব্দের মাধ্যমে সম্বোধন করে থাকেন। লজ্জা লাগলেও স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আমিও সে দলেরই একজন।

কিন্তু গুরুকে কখনই এসব মন্তব্য মুছে দিতে দেখিনি। তিনি কোন ব্লগারকে কখনও ব্লকড করেছেন এমন অভিযোগও শুনিনি। অথচ অনেক সুশীল ব্লগারকেই দেখি নিজের প্রশংসার একটু কমতি হলে কিংবা একটু বাকা কথা বললেই তৎক্ষণাৎ মন্তব্য মুছে ব্লকড করতে। হায় গুরু! এ সমস্ত সুশীলরা যদি আপনার কাছ থেকে অন্তত কিছু সহনশীলতা শিখতো। গুরু, আপনার সহনশীলতা অনবদ্য।

আপনাকে সালাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.