আমাদের কথা খুঁজে নিন

   

পিপড়ার কোলে বাঘ!!

আমার সময়ের চাকা বন্ধ হইবে যেইদিন...

আমদের সকলের দৈনন্দিন জীবনে কিছু না কিছু ঘটনা ঘটে যেখান থেকে শিক্ষনীয় বিষয় থাকে, তার মধ্যে আবার কিছু থাকে রম্যের ছোয়া থাকে। যেমন একদিন... আমার প্রয়াত মামার বাসায় একটা মিলাদ-মাহফিল অনুষ্ঠানে অনেকের মধ্যে আমিও ছিলাম। একটা ৬-৭ বছরের ছোট কিন্তু দুষ্টু ছেলে যাকে তাকে পিছন থেকে অতর্কিতে দুষ্টুমির ছলে আক্রমন করছিল। পরিবেশটা ছিল থমতমে, শোকাহত সবাই। এদিকে তার উপদ্রব ক্রমেই বাড়ছে।

আমি নিজেও তার শিকার হলাম বার তিনেকের উপর!! ভয়ানক অবস্থা। তাকে পাকড়াও করে বল্লাম, "খোকা, কি নাম তোমার??" "টাইগার, আমার নাম বাঘ..!!" সগর্বে তার উত্তর। অন্য সময় হলে, তার এমন উত্তরে তাকে উতসাহ দেয়া যেত। কিন্তু পরিস্থিতি দিতে হবে সামাল। কি করি।

হুট করে তাকে আমার কোলে নিয়ে নিলাম। বিরক্তি নিয়ে দুস্টুটা বল্ল, "তোমার নাম কি???" [আজকালকার পিচ্চিরা আবার ছোট-বড় সবাইকে ইংরেজী স্টাইলে সম্মান করে, যাই হোক...] মোটামুটি ব্যাথা পায় মত করে চেপে ধরে নরম স্বরে বল্লাম, "আমার নাম পিপড়া!" বলেই তাকে ছেড়ে দিলাম। ৬-৭ বছরের ছেলে, কিছুটা হলেও বুঝে। আমাকে পুনরায় আক্রমন করতে গিয়েও থেমে গেলো। এক ছুটে বাবার কাছে গিয়া কিছু একটা চিন্তা করতে লাগলো।

তার বাবাকে প্রশ্ন করতে শুনলাম, "আব্বু, পিপড়ারা কি খায়??" পরে তার উপস্থিতিটাকে আর ততটা উপদ্রব মনে হয়নি। ... কিছুদিন আগের কার্ফিউ চলাকালিন, কাঠালবাগানের ওখানে কিছু আর্মিকে আমি এরকম বোকা বানিয়ে খানিক বেচে গিয়েছিলাম। সে কাহিনী অন্য একদিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।