আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে আমার গতিপথ, গন্তব্য..বেছে নিতে দাও স্বকীয়তায়



আমি তুমি ত্রাসে দৌড়াই গলিপথে, কানা গলি গোলক ধাধার বাঁচার নিরন্তর চেষ্টায় দুবেলা দুমুঠো খেয়ে। বাসন্তির গল্প আর ছাপ ফেলেনা মনে এখন কর্পোরেট জমানায় মানবতা, সেবা আর দরদ তাও বানিজ্য বিষয়। সোশ্যাল সাইট আর এক্টিভিটিস ষ্ট্যটাস বাড়ায়, বিদেশি অনুদান কাড়িকাড়ি বাজিমাত করে সুবিধাবাদীরা বড় বড় গোল লম্বা টেবিলে। স্বাধীনতা -জনগন ,সেকেলে হয়ে যায় তাদের প্রয়োজন ফুরালে ছড়ার হাম্পটি ডাম্পটির মতো পড়ে রয়, পেছনের সারিতে। ক্ষমতার নেশা আর আধিপত্যবাদের ঘোর সংস্কারের বুলিতে ঢেকে চালায় ওংকার হুংকার গণতন্ত্রের গলাটিপে গণতন্ত্রের মুক্তি লড়াই। আর কত পালাবে? বেহুশ আঁধারে, রুখে দাড়াও আমাকে দেখতে দাও আমায় ভাবতে দাও আমাকে আমার গতিপথ, গন্তব্য বেছে নিতে দাও স্বকীয়তায়। সাম্রাজ্যবাদ আর আধিপত্যবাদীদের প্রেসক্রিপশনে নয় একেবারে দেশী ডট কমের দেশী ষ্টাইলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.