আমাদের কথা খুঁজে নিন

   

আমি ক্যানে বুড়া হইলামনা রে এ এ এ..........।


আমি একজন ssc পাশ শিক্ষার্থী। ৫২ হাজার জিপিএ ৫ প্রাপ্ত হতভাগাদের মাঝে আমিও একজন। ssc তে যখন জিপিএ ৫ পেলাম তখন বাবা মার বুক গর্বে ভরে উঠেছিল, আমার মত তাদেরও স্বপ্ন, ছেলে একটা ভালো কলেজে ভর্তি হবে, জিপিএ ৫ বলে কথা ,যাতা ব্যাপার তো নয়! কিন্তু সমস্যা হলো আমার বয়স, অন্যদের চেয়ে আমি কম মেধাবী ,কারণ অন্যদের চেয়ে আমার বয়স কম। সমবয়সীদের টপকিয়ে উপরের ক্লাসে চলে আসাটা যে এত বড় মেধাশূন্যের মত কাজ , এটাও আমি আগে বুঝিনি, এতটাই মেধাশূন্য আমি। সৃস্টিকর্তার কাছে আমার আজ একটাই অভিযোগ আমাকে কেনো বুড়া বানালানা, আমি ক্যানে বুড়া হইলামনা রে এ এ এ..........। ********************************************************************* আমাদের বিজ্ঞ শিক্ষামন্ত্রণালয় কলেজে ভর্তির মাপকাঠি হিসেবে বয়সকে বেছে নিয়েছেন।একই গ্রেড পয়েন্ট থাকেলও বয়স যাদের বেশী, তাদের নেয়া হবে।পৃথিবীর কোথাও এমন অদ্ভূদ নিয়ম আছে বলে আমার জানা নেই!! source ছবি কৃতজ্ঞতা ....প্রথম আলো।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।