আমাদের কথা খুঁজে নিন

   

গায়ে হলুদের অনুষ্ঠানে যে যে গিফট আইটেম থাকতে পারে...

...এক অতিথি_পথিক_মানুষের অদেখা ভুবন যাত্রা...

আমাদের পরিবারগুলোতে সবসময়ই কম-বেশি বিয়ের অনুষ্ঠান হয়৷বিয়েতে অনেক ঝামেলার জন্য হয়তো গায়ে হলুদের গিফট আইটেম ও অনুষ্ঠানে খেলার জন্য গেমসের আইডিয়া নিয়ে মাথা ঘামানোর মত সময় থাকে না৷অনেক সময় আবার দেখা যায় আইটেম বা গেমস আইডিয়া মনে পড়ে না,বা মেনেজমেন্টের অভাব থাকে৷এই ব্লগে গায়ে হলুদে গিফট হিসেবে কি কি দেয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করবো৷আমার আরেকটা ব্লগে Click This Link চেষ্টা করবো গায়ে হলুদের গেমস আইডিয়া নিয়ে আলোচনা করতে৷ আপনারাও ভালো কোন গিফট আইটেম বা গেমস আইটেম সাজেস্ট করতে পারেন৷সেগুলো এই পোষ্টে এ্যাড করা হবে৷ ******************************************* হলুদে আপনারা আইটেমগুলো মোমবাতির প্যাকেটের আকারের বক্সে ঘুড়ির রঙ্গিন কাগজে মুড়ে দিতে পারেন৷আপনারা চার রঙ্গের চার ধরনের বক্স করতে পারেন৷চার ধরনের বক্সগুলো চার শ্রেণীর মানুষকে দেয়া হবেঃ- ১.পুরুষ, ২.মহিলা, ৩.বাচ্চা, ৪.কমন বক্স (যার ভেতরের আইটেমগুলো উপরের তিন শ্রেণীর মানুষকেই দেয়া যাবে৷উপরের তিন শ্রেণীর আইটেম বক্স যদি সর্ট পড়ে তবে এই বক্স দেয়া হবে৷)৷ আমি ১৫০ জনের জন্য একটি আনুমানিক হিসেব করি৷যেহেতু হলুদে পুরুষের চেয়ে মহিলা ও বাচ্চাদের সংখ্যাই সাধারণত বেশি হয়,তাই মনে করি ২৫ জন পুরুষের,৩৫ জন মহিলার,৩৫ জন বাচ্চার ও ৫৫টি কমন বক্স করতে হবে৷যার যার টাইপের বক্স সেই শ্রেণীর মানুষকে দিতে হবে এবং সর্ট পড়লে কমন বক্স দেয়া হবে৷ ******************************************* এবার আসি কি কি ধরনের আইটেম বক্সে থাকতে পারে৷নিচে এ আইটেমগুলো ৪ টাইপের বক্সে দেয়া যেতে পারে৷পরে ৪টি গ্রুপে ভাগ করা হবে৷ ১.টিস্যু, ২.চাবির রিং, ৩.কটনবার, ৪.টুথপিক, ৫.মিনি সাবান, ৬.ব্রাশ, ৭.কলম (মিনি টর্চলাইট সহ), ৮.সিগারেট লাইটার (মিনি টর্চলাইট সহ), ৯.লিচি চকলেট, ১০.অন্যান্য ধরনের চকলেট, ১১.সেফটিপিন, ১২.টিপ, ১৩.কালো ক্লিপ, ১৪.ওয়েফার, ১৫.মিনি টুথপেষ্ট, ১৬.নুপূর, ১৭.চুলের ব্যান্ড, ১৮.ম্যাজিক বল (যা পানিতে ভিজিয়ে রাখলে ছোট থেকে বড় হয়), ১৯.পেন্সিল, ২০.ইরেজার, ২১.গায়ে হলুদ লেখা ব্যাজ, ২২.শার্পনার, ২৩.স্কেল, ২৪.পিং পং বল, ২৫.ছোট খেলনার গাড়ি (যেগুলো পেছনের দিকে টেনে ছেড়ে দিলে সামনে বাড়ে), ২৬.নেইল কাটার, ২৭.ঘরে বার্ন করা গানের সিডি, ২৮.ইয়ো ইয়ো, ইত্যাদি... ******************************************* গ্রুপিং--কিছু আইটেম ৪ ধরনের বক্সেই থাকবে৷আবার কিছু কিছু আইটেম অলটারনেটিভলি পরিবর্তন হবে৷যেমনঃ৩৫ জন মহিলার জন্য ২০টি চুলের ব্যান্ড ও ১৫টি নুপূর আনা যেতে পারে যা অলটারনেটিভলি একজনের বক্সে থাকলে আরেকজনের বক্সে থাকবে না৷ ১#পুরুষদের বক্সঃ---------------- কমন আইটেম- ১.টিস্যু, ২.চাবির রিং, ৩.কলম (মিনি টর্চলাইট সহ), ৪.সিগারেট লাইটার (মিনি টর্চলাইট সহ), ৫.অন্যান্য ধরনের চকলেট, ৬.গায়ে হলুদ লেখা ব্যাজ, অলটারনেটিভ আইটেম- ৭.কটনবার, বা,টুথপিক, ৮.ব্রাশ, বা,মিনি টুথপেষ্ট, ৯.নেইল কাটার, বা,মিনি সাবান, অতিরিক্ত আইটেম- ১০.ঘরে বার্ন করা গানের সিডি, ২#মহিলাদের বক্সঃ---------------- কমন আইটেম- ১.টিস্যু, ২.চাবির রিং, ৩.কলম (মিনি টর্চলাইট সহ), ৪.সেফটিপিন, ৫.টিপ, ৬.কালো ক্লিপ, ৭.অন্যান্য ধরনের চকলেট, ৮.গায়ে হলুদ লেখা ব্যাজ, অলটারনেটিভ আইটেম- ৯.কটনবার, বা,টুথপিক, ১০.নুপূর, বা,চুলের ব্যান্ড, ১১.নেইল কাটার, বা,মিনি সাবান, অতিরিক্ত আইটেম- ১২.ঘরে বার্ন করা গানের সিডি, ৩#বাচ্চাদের বক্সঃ ---------------- কমন আইটেম- ১.টিস্যু, ২.চাবির রিং, ৩.কলম (মিনি টর্চলাইট সহ), ৪.লিচি চকলেট, ৫.অন্যান্য ধরনের চকলেট, ৬.ওয়েফার, ৭.গায়ে হলুদ লেখা ব্যাজ, অলটারনেটিভ আইটেম- ৮.পেন্সিল, বা,ইরেজার, ৯.শার্পনার, বা,স্কেল, ১০.পিং পং বল, বা,ছোট খেলনার গাড়ি (যেগুলো পেছনের দিকে টেনে ছেড়ে দিলে সামনে বাড়ে), ১১.ম্যাজিক বল (যা পানিতে ভিজিয়ে রাখলে ছোট থেকে বড় হয়), বা,ইয়ো ইয়ো, ৪#কমন বক্সঃ---------------- কমন আইটেম- ১.টিস্যু, ২.চাবির রিং, ৩.কলম (মিনি টর্চলাইট সহ), ৪.লিচি চকলেট, ৫.অন্যান্য ধরনের চকলেট, ৬.গায়ে হলুদ লেখা ব্যাজ, অলটারনেটিভ আইটেম- ৭.কটনবার, বা,টুথপিক, ৮.ব্রাশ, বা,মিনি টুথপেষ্ট, ৯.নেইল কাটার, বা,মিনি সাবান, অতিরিক্ত আইটেম- ১০.ঘরে বার্ন করা গানের সিডি, ******************************************* "আজ ওমুকের গায়ে হলুদ" হলুদে ফোম দিয়ে যে ব্যানারে কার গায়ে হলুদ তা লেখা থাকে তাতে "আজ ওমুকের গায়ে হলুদ" না লিখে অন্য কিছু লিখতে পারেন৷যেমনঃ ১.আজ ওমুকের গায়ে হলুদ (কমন) ২.আজ ওমুকের হলুদ সন্ধা ৩.আজ ওমুকের হলুদ বরণ ৪.আজ ওমুকের গায়ে হলুদ বরণ ৫.আজ ওমুকের হলুদ ছোঁয়া ৬.আজ ওমুকের গায়ে হলুদ ছোঁয়া ৭.(আপনাদের জানা কোনো কিছু জানালে আপডেট করা হবে) ******************************************* এছাড়া ও আরো অনেক আইটেম আছে যা আপনারা চকবাজার বা পাইকারি মার্কেটগুলোতে গেলে বাছাই করে কিনতে পারেন৷উপরের আইটেমগুলো চকবাজার বা পাইকারি দোকানে কম দামে কিনতে পারেন৷ আশা করি এই পোষ্টটি আপনাদের কোনো হলুদের আগে যখন মাথা নষ্ট থাকবে তখন খুব কাজে আসবে৷ শুভ হলুদ সন্ধা!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.