আমাদের কথা খুঁজে নিন

   

পঞ্চাশ বছর পূর্বে প্রকাশিত হাংরি আন্দোলন-এর পত্রিকা 'জেব্রা'-র প্রচ্ছদ ।

গুগল সার্চ করলে সাপ, ব্যাং পাওয়া যাবে । চেষ্টা করে দেখুন, ইংরেজি ও বাংলায় । হাংরি আন্দোলন-এর সময়ে বিভিন্ন সাহিত্যিক গোষ্ঠীর সদস্যরা কলকাতার প্রেসগুলিতে গিয়ে মালিকদের হুমকি দিতেন যাতে হাংরি আন্দোলন-এর পত্রিকা বা বুলেটিন ছাপা না হয় । একটি প্রেস অর্ধেক কম্পোজ করে পাণ্ডুলিপি ফেরত দিয়েছিল । এমন একটি বাতাবরণে বহরমপুর নিবাসী কল্লোল-যুগের লেখক মণীশ ঘটক ( যুবনাশ্ব নামে খ্যাত ) তাঁর বন্ধুর সমবায় প্রেসে 'জেব্রা'-র এই সংখ্যাটি ছাপার ও কলকাতায় পাঠানোর ব্যবস্হা করেছিলেন । কলকাতায় রিপন স্ট্রিটের একটি বাড়িতে রাখার ব্যবস্হা করে দিয়েছিলেন রহস্যগল্পের লেখক অসীম বর্ধন । 'জেব্রা' কলকাতায় পৌঁছোনোর পরেও পাতিরামকে ভয় দেখানো হতো যাতে তার দোকান থেকে বিক্রি না করা হয় । ফলে হাতে-হাতে বিক্রি করা হত । পঞ্চাশ বছর পর, যাঁদের সংগ্রহে হারি বুলেটিন ও পত্রিকা ইত্যাদি আছে, তাঁরা সহজে সেগুলো হাতছাড়া করতে চান না ; জেরক্স করে নিতে বলেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.