আপাতত লিখার কিছু নাই.....ভাবছি কি লিখব... এক পঞ্চাশোর্ধ ভদ্রলোক জামান সাহেব কে জরুরী ভাবে হাসপাতালে ভর্তি করতে হল। কয়েক দিন চিকিতসা শেষে রিলিজ নেয়ার দিন তাকে বিল দেয়া হলে তিনি কান্নায় ভেংগে পড়লেন। তিনি খুব অসচ্ছল তিনি নন, বিলও খুব বেশি নয়। তার স্বজনরা বরং কিছুটা বিব্রত।
একজন জানতে চান কি ব্যাপার জামান সাহেব, আপনি কাদেন কেন? বিল তো এমন বেশি কিছু নয়।
আর আল্লাহ আপনাকে কম কিছু দেন নি।
জামান সাহেব বলেন, আমি তো হাসপাতালের বিশ হাজার টাকা বিল দেখে কাঁদিনি। একদিন দশ ঘন্টা অক্সিজেন দেয়া হয়েছে, তার বিল দুই হাজার টাকা। সেই হিসাবে বিগত পঞ্চাশ বছরের অক্সিজেন বিল হয় সাতাশি লক্ষ ছিয়াশি হাজার টাকা। যদি কেউ এই টাকার বিল আমার কাছে চায়, তখন আমি কি ভাবে এই দিব? এটা ভেবেই কাদছি।
এটি একটি শিশুসুলভ প্রশ্ন। আমরা তো বড় মানুষ, অনেক জ্ঞানী। এসব নিয়ে ভাবার আমাদের সময় কই?
আমি শুধু কুরআন শরীফ থেকে এই আয়াত টি স্মরন করলাম।
“অতএব, তোমরা (মানুষ ও জ্বীন) উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? – সুরা আর-রাহমান”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।