আমাদের কথা খুঁজে নিন

   

বৈঠক চলছে

i`m what i`m. ফিরোজ শাহ কোটলার ভিআইপি গ্যালারিতে মিনিট কয়েক আনুষ্ঠানিক আলাপ। খেলোয়াড় দুজন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ। অন্যজন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। পাক-ভারতের উত্তপ্ত তৃতীয় ওয়ানডের মধ্যখানে তখন দিল্লীর কনকনে ঠান্ডাও প্রভাব ফেলতে পারছে না।

এ দুজনে মাঝে আছেন রেফারি হয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম কর্তা। আন্তর্জাতিক ও ঘরোয়া কোনভাবেই স্বীকৃত নয়। কিন্তু সত্যিকারের তথ্য হচ্ছে বাংলাদেশের পাকিস্তান সফরের নেপথ্য কারীগর ভারত। দুজনের আনুষ্ঠানিক আলাপে তেমন উত্তাপ নেই। কেউ কাউকে জিজ্ঞেস করেননি গত সপ্তাহের একের পর এক ঘটনার মূল কারণ সম্পর্কে।

এরপর সত্যিকারের আলাপ। বাংলাদেশের পাকিস্তানে যাওয়া না যাওয়া। বিপিএলের দ্বিতীয় আসরে পাকিস্তানী ক্রিকেটারদের খেলতে যাওয়া আসা না আসার আরোপ-অনারোপ। শেষ তথ্য মতে, বৈঠক চলছে। ভারাক্রান্ত মন নিয়ে ফিরতে হতে পারে পাপনকে।

যদি না জাতীয় নির্বাচনের আগে পাকিস্তান তাদের আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর স্ট্যান্ড না পরিবর্তন করে! বৈঠকের শেষ পরিনতি জানতে অপেক্ষায় আছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।