এটি একটি গল্প, কল্প গল্প বলা যায় ..............
মি: রইস একজন প্রত্নতাত্বিক প্রাচীন সব খুজে বেড়ানই তার নেশা এভাবে খুজতে খুজতে একদিন তিনি একটি টাইম মেশিন পেয়ে গেলেন যা দিয়ে অতীত ভবিষ্যৎ সব জায়গায় যাওয়া যায়। তো তিনি চিন্তা করলেন অতীতে গিয়ে কি করবেন তার থেকে এই টাইম মেশিন দিয়ে ভবিষ্যতে যাওয়াই ভালো তো তিনি টাইম মেশিন দিয়ে ৫০ বছর ভবিষ্যতে চলে গেলেন সেখানে কিছুদিন থেকে তিনি চিন্তা করলেন ভবিষ্যতে যদি যাবই তবে ৫০-১০০ বছর কেন একেবারে ১০০০ বছর ভবিষ্যতে চলে যাব, টাইম মেশিন যখন হাতে আছেই তখন আর সমস্যা কি।তিনি ১০০০ বছর ভবিষ্যতে চলে যাওয়ার জন্য টাইম মেশিন চালু করলেন কিন্তু এক সময় তিনি আবিষ্কার করলেন তিনি প্রাচীন যুগে চলে এসেছেন ,ভবিষ্যতে না গিয়ে ১০০০ বছর অতীতে চলে এসেছেন। আসল সমস্যা টা হয়েছে, আসলে পৃথিবীর আয়ুই ১০০০ বছর নেই তাই তার টাইম মেশিন error করে ১০০০ বছর পেছনে চলে এসেছে আর এসে অকেজো হয়ে গেছে।আর মি: রইস ও বেশি ভবিষতে যেতে গিয়ে আটকা পরেছেন অতীতে।
এখন বলি আসল কথা আমাদের ফকরুদ্দিন সাহেব ও তার সরকার দায়িত্ব নেবার পর মনে করলেন তারা টাইম মেশিন পেয়েগেছেন সেই টাইম মেশিন দিয়ে তারা দেশকে অনেক দূরে নিয়ে যাবেন কিন্তু তারাও মি: রইস এর মত হিসাবে ভুল করে ফেলেছেন দেশ আসলে ভবিষতে যতদূর যাওয়ার কথা তারা তার থেকে একটু বেশি দূরে নিয়ে যেতে চেয়েছিলেন দেশ কে আর তাই তাদের টাইম মেশিনও error করেছে আর তাই দেশের আজ এই অবস্থা ,আর স্বাভাবিক অবস্থায়ও ফিরছেনা। তাই আমাদের অপেক্ষায় থাকতে হচ্ছে আর একটা টাইম মেশিনের যা আমেদের স্বভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে আমরা তারই অপেক্ষায় আছি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।