আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের সুপ্ত প্রতিভাগুলোকে কি কোন কাজেই লাগানো যায় না?

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

বিভিন্ন সময়ে পেপারে পড়ি যে বাংলাদেশের অনেক সুপ্ত প্রতিভা আছে। তাদের আবিষ্কার ছাপা হয়, আলোচিত হয়, তারপর কাগজের চাপে হারিয়ে যায়। তাহেল আমাদের দেশের ছেলেদের প্রতিভার কি কোন দামই নেই? কোন পৃষ্ঠপোষকতা নেই? বেশ কিছুদিন আগে জেনেছিলাম যে, একটি এনার্জি সেভিং বাল্বের চলার সমান বিদ্যুত দিয়ে পুরো একটা বাসার সব বিদ্যুতের ইকুইপমেন্টস গুলো সচল রাখা যায়। সেই ছেলে সে জায়গার গণ্যমান্য ব্যাক্তিবর্গের সামনে তা বাস্তবায়ন করে দেখিয়েছে।

আবার টিভিতে দেখেছিলাম, এক ছেলে মোবাইলের সিম দিয়ে মাঠে থাকা শ্যালো মেশিন বন্ধ ও চালু করছে। আমি এদের উদ্ভাবনকে বড় করে দেখছি না, আমি শুধু বলতে চাইছি এদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে তাকে কাজে লাগিয়ে কি কিছুই করা যায় না? এদের উদ্ভাবনি পত্রিকায় প্রকাশ পাচ্ছে, কখনও হয়ত রেডিও টিভি যাচ্ছে অর্থাৎ জাতীয় গণমাধ্যমের মাধ্যমে পুরো দেশবাসী তথা পুরা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে। এই দর্শকদের মধ্যে কেউ কি নেই এদের নিয়ে কাজ করতে পারে? আমি মনে করি এদের যদি সুযোগ করে দেয়া হয়, তবে কিন্তু এরা উজ্জল দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এমনও কিছু হতে পারে যে, বর্তমানে বাংলাদেশের মানুষেরা যে সমস্ত মৌলিক চাহিদাগুলো নিয়ে চিন্তিত সেগুলো সুন্দর সমাধানও বের হয়ে আসতে পারে। গতকয়েকদিন আগেও যে ছেলেটি বিদ্যুত উৎপাদন নিয়ে তার আবিষ্কৃত পন্থাটি সবার সামনে প্রদর্শন করলো, সেটিকে কাজে লাগিয়ে বিদ্যুত বিজ্ঞানীরা আমার মনে হয় অনেক কিছুই করতে পারে।

আর যদি সত্যিই তার আবিষ্কারটি বাস্তব অর্থে প্রয়োগ করা যায়, তবে হয়ত আমাদের দেশের তৈরী সল্প বিদ্যুত দিয়ে আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে বাহিরেও রপ্তানী করতে পারবো। জানিনা, কেন তাদের মেধাকে মূল্য দেয়া হয় না। এটা কি সংশ্লিষ্ট কৃর্তপক্ষের অলসতা না অজ্ঞতা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.