আমাদের কথা খুঁজে নিন

   

মিডিয়া জগত সবচেয়ে ভয়ংকর জঙ্গিবাদ(আসলে সন্ত্রাসী) ও মেীলবাদী জগত। যা তালেবান ও আল কায়েদা থেকেও মারাত্বক ক্ষতিকারক।

”সব রাজাকারদের বিচার চাই”

হেডিংটা দেখেই অনেকের গা জ্বলা হইতো শুরু হয়ে গেছে। এইটা আবার কেমন কথা বলছেন? অনেকে এমন চিন্তায় হইতো দিনাতিপাত করবেন। তারপরও আমি বলবো আমার কথাই সঠিক এবং যুক্তিসঙ্গত। আগেই বলে নিচ্ছি আমি এখন থেকে জঙ্গিবাদের পরিবর্তে সন্ত্রাসী শব্দ ব্যবহার করবো। বাংলাদেশের ৯৭% মুসলমান হওয়ার পরও দিনদিন বাংলাদেশে সমস্ত অপকর্ম বৃদ্বি পাচ্ছে।

একটাও অপকর্ম কমেছে এর কোনও প্রমান বা উদাহরণ কেউ দেখাতে পারবে না। কারন কি? কারন হচ্ছে সন্ত্রাসী মিডিয়া্। সন্ত্রাসী ও মেীলবাদীরা একটা নির্দিষ্ট এলাকায় বা ব্যাক্তিকে উদ্দেশ্য করে হামলা চালায়। আর এই সন্ত্রাসীদের হামলাতে কেউ মারা গেলে হইতো জান্নাতও পেতে পারে। যেমন বাংলাদেশে এমন কুকর্ম করেছিল আব্দুশ শয়তান(শায়খ আব্দুর রহমান) ও বাংলার সন্ত্রাসী(বাংলা ভাই)।

কিন্তু এই সন্ত্রাসী ও মেীলবাদীরা সোনার বাংলার মানুষের বা দেশের তেমন ক্ষতি করতে পারেনি। মুলত এই সন্ত্রাসী ও মেীলবাদীরাও পরোক্ষভাবে মিডিয়ার এবং মিডিয়ার নিয়ন্ত্রকদের অর্থায়ন জড়িত ছিল বা এখনও আছে। সিরিয়াতে আল কায়েদাকে প্রকাশ্য সমর্থন এরই একটি বহিপ্রকাশ মাত্র্। বাকিগুলো ওপেন সিক্রেট। হাতে গোনা কিছু লোককে মারলে বা নির্দিষ্ট কোনও এলাকায় হামলা চালালে যদি সন্ত্রাসী ও মৌলবাদী হয়ে যায়, তাহলে যে মিডিয়া আজ পুরো পৃথিবীতে অশান্তির দামানল জ্বেলে দিয়েছে সেই মিডিয়া জগত কেন বড় ও ভয়ংকর সন্ত্রাসী ও মৌলবাদী হবে না? আজ মিডিয়ার কারণে বাংলাদেশের ৯৭% মুসলমানের ইতিহাস,ঐতিহ্য, কৃষ্টি-কালচার দাফন হতে বসেছে।

এখন নোংরামী কালচারে পুরো দেশটা ছেয়ে গেছে। দেহ বিলিয়ে বেরাচ্ছে সন্ত্রাসী ও মেীলবাদী মিডিয়ার মৌলবাদ সদস্য তথা মৌলবাদী নায়ক-নায়িকা,অভিনেতা-অভিনেত্রী,গায়ক-গায়িকা,তারকারা। এই সন্ত্রাসী ও মৌলবাদী সংস্কৃতি বাংলার মুসলমানকে কুড়েকুড়ে মারছে। স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ,পিতামাতা ও ছেলেমেয়েদের মধ্যে দ্বন্দ, ভাই বোনে দ্বন্দ,আত্বীয়-স্বজনে দ্বন্দ সব কিছু এই সন্ত্রাসী মিডিয়া ও তাদের মৌলবাদী সদস্যের কারনে সৃষ্টি হয়েছে। এই বাংলাদেশের মানুষকে সন্ত্রাসী মিডিয়া মুসলমানের কৃষ্টি-কালচার জানতে দেয়না।

সোনার মুসলিম বাংলাদেশে চলে অমুসলিমদের কারসাজি। শান্তির পরিবর্তে প্রতিনিয়ত ঢেলে দিচ্ছে অশান্তির আগুন। মুল্যবোধের বিপরীতে পেতে হচ্ছে অবক্ষয় সমাজ। মানুষ চিন্তা করে না যে সন্ত্রাসী বা মৌলবাদীরা হামলা করলে শুধু হালকা কিছ্র ক্ষতি হয়, আর মরে গেলে জান্নাতিও হতে পারি। কিন্ত্র সন্ত্রাসী ও মৌলবাদী মিডিয়ার কারণে আজ পুরো বাংলাদেশ মুল্যবান ঈমান হারাচ্ছে।

শান্তি হারাচ্ছে। এক অপরের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এই সন্ত্রাসী মিডিয়া ও তাদের মেীলবাদী তারকাদের কারণে আজ মুসলমান শুধু নামে মাত্র মুসলমান। মরলেই জাহান্নামে দাউ দাউ করে জ্বলবে। ইভটিজিং,মারামারি,হানাহানি,কাটাকটি,দুর্নিতী, সুদ-ঘুষ, ব্যাভিচার,আত্বহত্যা অহরহ সংঘটিত হচ্ছে এই সন্ত্রাসী মিডিয়ার অপকালচারের জন্য।

ইসলাম পালন করলে এগুলো কখনই ঘটতো না। এখন বলতে হয় যে সন্ত্রাসী ও মৌলবাদী মিডিয়া একটি পুরো জাতি ও দেশকে কুড়েকুড়ে মারলেও কেন এরাই বড় ও ভয়ংকর সন্ত্রাসী ও মৌলবাদী হবে না? এদেরকে মুসলমানরা কেন সন্ত্রাসী মিডিয়ার মেীলবাদী সদস্য বলছে না? সবাইকে তা বলতে হবে। সচেতন হতে হবে। মনে রাখবেন এই সন্ত্রাসী মিডিয়া ও মৌলবাদী তারকারা যতোদিন একটা দেশ বা জাতি থেকে না সরবে ততোদিন সেখানে ইসলাম তো দুরের কথা সামান্য শান্তিটুকুও পাবেন না। মরতে থাকবেন ধুকে ধুকে।

বাচাঁবে না কেউ। শুধু অশান্তির দাবানলে জ্বলে আবসুস করে থাকতে হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.