আমাদের কথা খুঁজে নিন

   

তোমার অসীমে প্রাণ মন লয়ে, যতদুরে আমি ধাই...........!



সেই অসম্ভব সুন্দর সুর আবারো গুনগুনিয়ে উঠে থেমে যায়! নিমেষেই মন আমার উধাও হয়ে গেল। এই প্রায় মধ্যরাতে ও ওখানে কেন? বারান্দার ওপাশে কি আছে? অদ্ভুত! খানিকটা চঁাদের আলো নির্দ্বিধায় জানালা গলে ঘরের মেঝেয় ঠঁাই নিয়েছে। জানালার ওপাশে একদল গাছ-গাছালি কি আহ্লাদে ডালপালা দুলিয়ে যাচ্ছে। এমন মিষ্টি আবহে মাঝে মাঝে কেন যেন চোখ ভিজে যায়! সুর মানুষকে এভাবে অস্থির করে? মুক্তি চাই, মুক্তি চাই! উঠে যাই বইপত্র খোলা রেখেই। কি এক ভীষন মমতায় একটি হাত ওর পিঠে রেখে পাশে দঁাড়াই ।

কি হয়েছে তোমার? মন খারাপ? কিছু না আপুমনি। (একটুখানি হাসি খেলে গেলো ওর মায়াময় মুখটিতে) এত রাতে বারান্দায় কেন? ঘুম আসছে না তোমার? অপেক্ষা করতেছি, আপনের পরা শ্যাস হলে আপনেরে এক গেলাস দুধ খাওয়ায়া ঘুমাইতে যাবো। রুজ রুজ আপনে ডিনার খাইতে চান না, আম্মা কষ্ট পায়। কি আশ্চর্য ! আমি এখন কিছু খাবো না। (অস্বস্তি লাগে আমার) প্রায় সারাক্ষনই তুমি গুনগুন করে কি গান গাও? এইটা কোন গান না আপুমনি (রহস্যময় হাসি হেসে) জীবন! মিথ্যা বসত! আমি ওর কথায় বিষ্মিত হই, একটি অশিক্ষিত দরিদ্র ঘরের মেয়ে.....! যতদুর জানি, ময়মনসিং এর কোন অঞ্চলে তার বাবার বাড়ি।

ওর বাবা (ওর ভাষায়) 'গান বাইন্ধা ফকিরি করতো'। তিনি এখন নেই। আমার কথা হারিয়ে যায়। কেবল তাকিয়ে থাকি ওর দিকে। রাইত হইছে যান, ঘুমান গিয়া আপুমনি! ঘুম না আসলে আমি জানালায় ভারী পদ্দা টাইনা দিয়া চান্দের আলো আটকায়া দেবো।

এমুন চান্দের আলো চোক্ষের মাঝে নিয়া ঘুমানো বড় কষ্ট! অবিশ্বাস্য নাটকীয়তা! ও আমার অনুভুতি কিভাবে পড়তে পারছে? আমি মন্ত্রচালিত হয়ে নিজের বিছানায় তুলে দিই অবশ নিজেকে! চোখদুটো আটকে যায় জানালায়, অপূর্ব এক আলো-ছায়ার খেলায়। করিমন! শ্যামলা, মায়াময়, পরিচ্ছন্ন আর কষ্টদগ্ধ চেহারার ২০/২২ বছর বয়সী এই মেয়েটি মাত্র চার দিন আগে জয়েন করেছে আমার মা"কে ঘরের কাজে সহযোগিতা করতে। কোন এক অজানা কারনে সে মাঝে মাঝেই গুনগুনিয়ে ওঠে একই সুর। এক অসাধারণ সুর, আমি অস্থির হয়ে উঠি ওর সুরে কি কথা আছে জানার জন্যে। ও থেমে যায়.......।

আমার পড়ালেখা মাথায় উঠেছে। কি এক যাদুকরী সুরের নেশা আমায় অবশ করে রাখে সারাক্ষন! খুব ইচ্ছে করে করিমনের সাথে বসে একটু গল্প করি; জানতে চাই ওর শৈশব, কৈশর আর ওর "জীবন এবং মিথ্যা বসত" সম্পর্কে। বলতে চায় না। একদিন আমার মা ওর কঁাধে মমতার হাত রেখে শুনতে চান ওর ঐ সুরের কথাগুলো। আমি উদ্‌গ্রীব হয়ে উঠি আমার মুক্তির আশায়...........! ও এক অসম্ভব দরদীয়া কন্ঠে গেয়ে ওঠে -- "আমি কেমনে খুলিবো তালা, আমার ঘরের চাবি যে পরের হাতে।

" --------------------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.