আমাদের কথা খুঁজে নিন

   

অর্ধেক সম্পদ বিলিয়ে দেবেন দক্ষিণ আফ্রিকার প্রথম ও কৃষ্ণাঙ্গদের মধ্যে একমাত্র বিলিওনিয়ার মোটসেপ

লেখালেখি করতে নয়, ব্লগে আসি বাংলা ভাষাভাষী শ্রদ্ধেয় ভাই-বোনদের সাথে কথা বলার জন্য .... দক্ষিণ আফ্রিকার শীর্ষ ধনকুবের ও খনি ব্যবসায়ী প্যাট্রিস মোটসেপ তাঁর অর্ধেক সম্পদ বিলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। মোটসেপের বিবৃতির বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মোটসেপ হলেন আফ্রিকান রেইনবো মিনারেলসের প্রতিষ্ঠাতা। এটি সোনা, প্লাটিনাম, কয়লাসহ অন্যান্য খনিজ সম্পদ উত্তোলন করে। মোটসেপ ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্রদের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে ঘোষিত অর্থ ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

‘ফোর্বস’ সাময়িকীর তথ্যমতে, দক্ষিণ আফ্রিকার প্রথম ও কৃষ্ণাঙ্গদের মধ্যে একমাত্র কোটিপতি মোটসেপের বর্তমান সম্পদের পরিমাণ দুই দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার। তিনি “Mamelodi Sundowns” নামে একটি ফুটবল ক্লাবেরও মালিক। মোটসেপ জানিয়েছেন, পৃথিবীর অন্যতম দুই শীর্ষ ধনী বিল গেটস ও ওয়ারেন বাফেটের দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজের অর্ধেক সম্পদ বিলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মোটসেপ বলেন, ‘আমি এবং আমার স্ত্রী কিছুদিন আগেই আমাদের পরিবারের অর্জিত সম্পদের অর্ধেক দরিদ্র, অসহায়, পঙ্গু, বেকার, মহিলা ও যুব সমাজ, শ্রমিক এবং নিম্নবিত্তদের জীবনমান উন্নয়নে ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছি। ’ মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস লাইভ ভিডিও লিংকের মাধ্যমে যোগ দিয়ে মোটসেপের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন।

৫১ বছর বয়সী মোটসেপ আরও জানিয়েছেন, তিনি বিল ও ওয়ারেনের গড়া ‘দ্য গিভিং প্লেজ’ নামের সংগঠনেও যোগ দিতে যাচ্ছেন। এ পর্যন্ত সংগঠনটিতে ৭০ জন কোটিপতি যোগ দিয়েছেন। সংগঠনটি কোটিপতিদের অর্জিত বেশির ভাগ সম্পদ জনকল্যাণে ব্যয় করানোর বিষয়ে কাজ করে থাকে। তিনি সাউথ আফ্রিকার হত-দরিদ্র সাধারন মানুষদের উদ্দেশ্যে বলেন- “We are not going to allow you to suffer alone,” সূত্র  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.