আমাদের কথা খুঁজে নিন

   

♣♣কবিতা: স্বপ্নলোকের বন্দিশালা ♣♣

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। _______________স্বপ্নলোকের বন্দিশালা_______________ স্বপ্ন দেখার অধিকার নিয়ে জন্মানো প্রতিটি মানবাত্নার কাছে, এসেছি আমি, স্বপ্নজগতে আটকে পড়েছি অসহায়, বাঁচতে চাইছি আমি বড্ড নিরুপায়। বড় সহজ কল্পরাজ্যে বিচরণ, সেথা নেই কোন প্রহরীর বাড়াবাড়ি, নেই মানবের ভীর বা আতংকিত কোন হৃদয় ঘড়ি।

শুধু হারিয়ে চলার দেশে আমি, স্বপ্নের মাঝে হারিয়ে খুঁজছি, স্বপ্নবাজের অবুঝ কল্পনাগুলো। বাস্তবতার রঙতুলিতে ওদেরকে আঁকতে বসেছিলাম, স্বপ্নগুলোকে থলে ভরে এনে, লিখতে বসেছিলাম, স্বপ্নময় কোন গল্প। কল্পকথা যদি হবেইনা সত্য, কেন লিখতে বলেছিলে কবিতা? নির্বোধ এই হৃদয়কে কেন বলেছিলে স্বপ্ন বুনতে অযথা? কল্পনার রানী কেন বলেছিলে আমায়- স্বপ্ন দেখা, স্বপ্ন ভাবা, কল্পনাতে সাঁতার কাটা সবার মাঝে একা থাকা, ভীড়ের মাঝে একা হাঁটা, মেঘ হওয়া বা পাখি মত উড়ে চলা, নিজের সাথে কথা বলা; কল্পলোকে দু'একটা ক্ষণ, হারিয়ে যায় যদি এ মন; অপরাধ নয় চিন্তা এমন। আমি যে হারিয়ে গেলাম ধূসর কল্পনাতে, কিছু ভাবনাতে, কিছু অক্ষরে বা শব্দতে। নিজেকে খুঁজে ফিরি তবু পাইনা খুঁজে কল্পনগরীতে নিখোঁজ ঠিকানা জীবনে ফেরবার পথ অজানা।

জীবনে ফেরা হয়না আর স্বপ্নবাজের, কেন বন্দি সে কল্পনার নির্বাক জালে, কেন তবে জীবন খোঁজা স্বপ্নের অন্তরালে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.