শিরোনামহীন.....
এ মনের কৃষ্ণ রাধায় কোনদিনও হয়না ছাড়াছাড়ি।
এ দেশে নেই মথুরা, নেই দারকা ,
শুধু বৃন্দাবনের ছড়াছড়ি । ।
এ মনের কৃষ্ণ রাধায় কোনদিনও হয়না ছাড়াছাড়ি।
এ মনের কৃষ্ণ রাধায় কোনদিনও হয়না ছাড়াছাড়ি।
এখানে কুন্জবনে পেখম মেলে ময়ূর - ময়ূরী,
সারা বছর খোলামনে খেলে লুকোচুরি।
এখানে ফুলের মেলায় বৃক্ষলতায় শুধু জড়াজড়ি।
এ মনের কৃষ্ণ রাধায় কোনদিনও হয়না ছাড়াছাড়ি।
এ দেশে নেই মথুরা, নেই দারকা ,
শুধু বৃন্দাবনের ছড়াছড়ি । ।
এ মনের কৃষ্ণরাধায় কোনদিনও হয়না ছাড়াছাড়ি।
এখানে নেই কুটিলা নেই জটিলা , নেই পাহারাদার
দুয়ারেতে নেইতো আগল, কেবল খোলা দ্বার ।
এখানে ভাবের ঘোরে ভাবুক মনের শুধুই গড়াগড়ি ।
এ মনের কৃষ্ণ রাধায় কোনদিনও হয়না ছাড়াছাড়ি।
এ দেশে নেই মথুরা, নেই দারকা ,
শুধু বৃন্দাবনের ছড়াছড়ি ।
।
এ মনের কৃষ্ণ রাধায় কোনদিনও হয়না ছাড়াছাড়ি।
শিল্পী: চিত্রা সিং
লিন্ক : http://www.mediafire.com/?4ojmtppjjb0
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।