ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
যেদিন তোমার সাথে শেষ দেখা করে নামলাম পথে
সেদিন সন্ধ্যায় আকাশে একটি তারাও পড়েনি চোখে
আমার সামনে ছিলো অচেনা আঁধার আর কালো রাত্রি
কলেজ রোড ক্রসিং থেকে হেঁটেছিলাম বাগমারা পর্যন্ত
স্টেশনের পরিত্যক্ত বগির আড়ালে পরিহাসে হেসেছিলো
নেশাখোর মাতাল যুবক আর একটি কুকুর নির্দ্বিধায়।
ঘোরলাগা মনে রেলপথ ধরে হাঁটতে হাঁটতে
যে কবিতার লাইনগুলো আসছিলো মনে ভেসে
আমি তা রেখেছিলাম জমা ছিন্নমূল মানুষের কাছে
আঠারে বছর পরে আজো আমি খুঁজি তাকে রাস্তায় রাস্তায়
নুলো ভিখিরী সে সবের বদলে চায় কিছু টাকা পয়সা
পঙ্গু লোকটাও পকেটে লুকিয়ে রাখে সেইসব পঙ্ক্তি
তোমাকে নিয়ে সম্পূর্ণ কবিতা হারিয়ে গেছে জনারণ্যে
দেড় যুগ বয়সী কিশোর কবিতা হাসছে মিটিমিটি চোখে।
তুমি তো জানো না কতো অভিমান বুকে, কতো প্রতিজ্ঞা প্রত্যয়ে
কালাবর্তে মিছেমিছে নষ্ট হতে দেবো না অমূল্য কিশোর প্রণয়
চোখের আড়াল থেকেই লিখবো আরো বিরহী গানের কলি
অভিমানী বুকে ঘরে ফিরে তাকে খেতে দেবো না ঘুমের বড়ি
পরিপূর্ণ আনবোই তুলে পরিত্যক্ত এ মনের পরশ পাথর
মনের আলোতে জ্বলবে তা আজীবন ঠিক আমারই মতোন।
সখী আমি পুড়ে পুড়ে এতোকাল হয়েছি যে সোনা
সোনার মূল্য হৃদয় হারিয়ে হয়েছি আনমোনা!
১৬.০৬.২০০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।