গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না
পাখি নয় সিডিএমএ এলার্মের ডাকে
ডিজিটাল সকালে জেগে ওঠে কোষের দলা
নিউরনের চেনা সিগন্যালে একে একে
চলতে থাকে প্রোগ্রাম করা মনুষ্য সাজন
এমপিথ্রির হেডফোন বেয়ে কখনো
সুরগুলো কানে পৌছে, নিয়মের খাতিরে
প্রথম হাতের স্পর্শে জেগে ওঠে
কমপিউটার নামক বন্ধুর প্রতিটা দিন
তর্জনীর এক একটা অবাধ্য নির্দেশনায়
ঘুরে বেড়াতে হয় জালঘেরা বায়বীয় সময়ে
প্রিয়ার হাতেলেখা চিঠি ইতিহাস হয়ে
পড়ে থাকে ড্রয়ারের অন্ধকার ঘুপচিতে
শরীর থেকে খুলে ফেলা আবর্জনা
ওয়াশিং মেশিনের পেটে খায় ঘুরপাক
মনের ভিতরে জমতে থাকা ধুলোগুলো
বাড়তেই থাকে সুকুমার চর্চার অভাবে
আর কতোটা যান্ত্রিক হলে
আর কতোটা নিষ্টুর হলে
মন তুই ভুলে থাকবি নিজেকে...
ছবি কৃতজ্ঞতা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।