http://www.paybox.me/r/rihan
চলে যাওয়া সময়ের রেখে যাওয়া স্মৃতি শুধু তুমি,
আর তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো
উড়ে যাওয়া পাখির ফেলে যাওয়া পালকের মত,
আমার শ্রীহীন হৃদয়ের আঙিনায় বড় সর্বশ্বান্ত হয়ে পড়ে রয়,
তোমার ছুঁয়ে যাওয়া আমার আঙিনার প্রতিটি বিন্দু ফোটার
রন্ধ্রে রন্ধ্রে আমি চলমান হাহাকার শুনি, ওরা নিষ্প্রাণ মৃতের মতো
নিথর অর্থহীন উন্মুক্ত চোখে আমার দিকে চেয়ে রয়,
নীরব সাক্ষী হয়ে আমায় মনে করিয়ে দেয় ফেলে আসা
সেই সোনালী কালের ধূসর হয়ে যাওয়া দিগন্তের প্রতিচ্ছবি,
আর আমি আমার আত্মার সমস্ত শক্তি দিয়ে কাঠঠোকরার মতো
সেই প্রতিচ্ছবির পুরো বুকটা জুড়ে আঘাত করে যাই,
বলি -- হে ধুসর দিগন্ত , তুমি আর একটাবার তোমার ধূসরতা
ধুয়ে ফেলে সেই সোনালী খোলস গায়ে জড়াও,
আর একটাবার তুমি তোমার বুকে করে বয়ে নিয়ে আসো
আমার প্রিয়ার হাতছানি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।