Sad Cafe
১)
ধণুকে টঙ্কার তুলে ছুটে গেছে তীর
জ্যা-মুক্তির বিবিধ উল্লাসে
বিঁধবে কোথায় জানেনা অর্জুন
২)
সহবাস জানা নেই
স্তন আঁকা শুধু; যোনি আঁকা
মাংসের গভীরে অন্ধকার
৩)
ডিঙ্গি খুব ক্লান্ত হলেই কেবল কৈবর্ত্য থামে
রোদমাখা ভাত ধোয়ার্ত টেবিলে
আমাদের ঘ্রানে বেড়ে ওঠে রোদের ইলিশ
৪)
চাবি হারানো বান্ধবের ফ্ল্যাট দুলে ওঠে অদ্ভুত
ছয় রিখ্টারে
সফল সেক্সের পর যাদের দুইমাস ঘুম
------------
আন্দালীব
২০০৪ (আনু.)
**এর আগে কিছু বনসাই-কবিতা (আকৃতিতে ছোট অর্থে) এইখানে দিয়েছিলাম ; এবার আরো কিছু নিবেদন করা হলো। ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।