উচিত কথা কমু, তাতে মসজিদ আর মাদরাসা কি চাচা, শুনেছো। মজিনা সাভারে আহতদের জন্য রক্ত দিচ্ছে।
আমাগো কাজের মেয়ে মর্জিনা আবার সাভার গেলো কবে।
চাচা, কাজের মেয়ে মর্জিনা না, ইনি হলেন মার্কিন রাষ্ট্রদূত মজিনা।
ও, আমিতো জানতাম উনারা শুধু মানুষের রক্ত চুষে নেয়, এরা আবার রক্তও দেয় নাকি।
আমারতো বিশ্বাস হয়না।
জ্বিনা, চাচা সত্যিই রক্ত দিচ্ছে। এইযে দেখো ইত্তেফাকে ছবি দিছে।
আমি চাচাকে ইত্তেফাকের ছবি দেখাই।
বুঝছি, এইটা হলো ওগো মিডিয়া আকর্ষণের জন্য।
মানে লোক দেখানো।
চাচা, আমাদের অনেক সেলিব্রেটিরাও কিন্তু সাভার গেছিলো।
আমাদের সালার বেটিরা মানে, কি বলিস।
সালারবেটি না চাচা, সেলিব্রেটি। ঐ যে নামি দামি মানুষ আর কি?
হ, টিভিতে দেখলাম ।
বিভিন্ন নেতা-নেত্রিরা গিয়া দারুন ভীড় জমাইছে,কাজের গতি শ্লো কইরা দিছে। কারণ -উদ্ধার কাজ না কইরা মানুষ ওদের নিয়াই ব্যস্ত হইয়া পড়ছে।
কিন্তুতো চাচা, ওদের একটা দায়িত্ব আছেনা, না গেলে ও তো মানুষে সমালোচনা করবো।
তা ভাতিজা ওদের কেউকি রক্ত দিছে, না কি শুধু টিভিতে নিজের খোমা দেখাইয়া জাতির প্রতি ভালোবাসার প্রমাণ দিছে।
চাচা, ওরাতো অনেক বড় মাপের লীডার।
ওনারা কি আর রক্ত দিবো । যদি ওনাগো শরীরের কোনো সমস্যা হয়।
কি কস ভাতিজা, ওনারা বলে-রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। দেশের প্রয়োজনে নিজের জীবন দিব। প্রয়োজনে রক্ত আরো দেব।
মানুষের পাশে দাঁড়াইবো। মানুষের জন্য নিজের রক্ত দিবো ইত্যাদি ইত্যাদি।
জ্বি চাচা, তা তো বলে, মনে হয় চাচা -এটা শুধু মুখেই বলে । দিল থেকে না।
আমার কি মনে হয় জানস ভাতিজা।
মনে হয় ওরা আসলে আমাগো মতো যারা আছে তাদের মানুষই মনে করেনা। এতো সংসদ সদস্য গেলো, বড় বড় মন্ত্রি গেলো,কমিশনার গেলো, বড় বড় মিডিয়ার পাবলিক গেলো, কাউকে তো দেখলামনা এক ব্যাগ রক্ত দিতে। একটা জিনিস দেখলাম সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষেরাই জীবন বাজি রাইখা ঝাপাইয়া পড়লো।
আমি বলি, চাচা ওরা যদি রক্ত দেয় তাহলে দেশের সেবা করবে কে?
চাচা বলেন- তবে একটা জিনিস ভালো হইছে ওদের দূষিত রক্ত সাধারণ নিরীহ মানুষের রক্তে না ডুকুনই ভালো। চাচা, বলেন।
চল আমারে একটু ডাক্তার খানা নিয়া যা। এক ব্যাগ রক্ত দিয়া আসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।