তোমাদের ভেতর দিয়েই তো সর্বকাল চলে গেছে আমার পথ// এবং সর্বকাল আমি দাঁড়িয়েছি আমি আবার নিয়েছি পথ। প্রথম আলোতে দেখলাম প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন যে, বাংলা একাডেমীর পরিবর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা করা যেতে পারে। বাংলা একাডেমী উদ্যোগ নিলে সরকার সব ধরনের সহযোগিতা করবে।
নীচে কমেন্টে পড়লাম একজন বলেছেন, "বইমেলা বাংলা একাডেমীতেই হওয়া উচিত। এবং বই মেলা আর বাংলা একাডেমী একে অপরের সাথে একেবারে মিশে গেছে।
তারপর ঐতিহ্য বলে একটা কথা আছে। "
মনে পড়লো প্রিয় হুমায়ূন আহমেদের একটা লেখার কথা। নিশ্চয়ই অনেকেই পড়েছেন। তবু আমি সেটা এখানে উদ্ধৃত করে দিচ্ছি---
"কিছু লেখক এবং প্রকাশককে দেখলাম ঐতিহ্য নিয়ে চিন্তায় অস্থির। ঐতিহ্য বজায় রাখতেই হবে।
মেলা বাংলা একাডেমী প্রাঙ্গণেই হতে হবে। অন্য কোথাও হওয়া যাবে না।
গায়ে গা লাগিয়ে মানুষ হাঁটছে। বই হাতে নিয়ে দেখার সুযোগ নেই। বাচ্চারা ভিড়ে অস্থির হয়ে কাঁদছে।
কেউ কেউ হারিয়ে যাচ্ছে। বখাটে ছেলেরা থাকছে যদি সুযোগ বুঝে কোনো তরুণীর গায়ে হাত রাখা যায়। তসলিমা নাসরিন দেশে নেই। তরুণী লাঞ্ছিত হলেও লেখার কেউ নেই। লাঞ্ছিত হলেও ঐতিহ্য তো বজায় থাকবে।
টিভিতে বইমেলা দেখে আমি মাঝে মাঝেই আতঙ্কে অস্থির হয়েছি। যদি আগুন লাগে, যেখানে আগুন লেগেছে সেখানে কি দমকলের গাড়ি পৌঁছতে পারবে? ছোটাছুটি শুরু হলে বাচ্চারা কোথায় যাবে? কলকাতার অতি প্রশস্ত বইমেলাও একবার আগুনে পুড়ে ছাই হয়েছিল। সে সময় আমি কলকাতার বইমেলায়। কী ভয়ঙ্কর অবস্থা হয়েছিল আমার জানা আছে।
ঐতিহ্য-প্রেমিকদের বলছি, ঐতিহ্যও বদলায়।
একসময় আমাদের পূর্বপুরুষরা ধুতি পরতেন। ধুতি পরার ঐতিহ্য থেকে আমরা সরে এসেছি। আগের লেখকরা ঝর্না কলমে লিখতেন। এখন অনেকেই কম্পিউটারে লেখেন। ঝর্না কলম নামক ঐতিহ্যের মৃত্যু।
বাংলা একাডেমীর পাশেই বিশাল মাঠ পড়ে আছে। সেই মাঠ কারো চোখে পড়ছে না। আমরা আটকে আছি খুপরিতে। ....."
যাই হোক, এ প্রসঙ্গে আর কথা বলছি না। এবার অন্য প্রসঙ্গ।
".....আমি মেলায় যাওয়া এরপর থেকে বন্ধই করে দিলাম। এক দিন কিংবা দুদিন শুধু যাই। আমার অবস্থা চিলের মতো। চিল আকাশে ওড়ে, তার মন পড়ে থাকে মাটিতে। আমি আমার ঘরের বারান্দায় বসে থাকি, আমার মন পড়ে থাকে বইমেলায়।
"
প্রিয় লেখক, এই কথাগুলো তো আপনার। এবার যে বইমেলা চলে এলো! আপনার মন এখন কোথায় পড়ে আছে? অনন্তলোকের ওপার থেকে আপনি কী ভাবছেন আপনার প্রিয় বইমেলার কথা?
এবার কি আসবেন না আপনি? একটা দিনের জন্য হলেও??? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।