I realized it doesn't really matter whether I exist or not.
ইন্টারনেটের অসংখ্য অগণিত সেবাসমূহ বা সুবিধাসমূহের মধ্যে আমার কাছে সবচাইতে ভাল লাগে যেটা, সেটা হচ্ছে উইকিপিডিয়া বা উন্মুক্ত বিশ্বকোষ। জেনে আনন্দিত হয়েছিলাম যে এই বিশ্বকোষটি বিশ্বের অন্যান্য ভাষার পাশাপাশি বাংলায়ও একটি ভার্সন রয়েছে এবং সেটি খুব দ্রুত উন্নত হচ্ছে। প্রায়ই নতুন নতুন নিবন্ধ তৈরী হচ্ছে। তবে একথা অনস্বীকার্য যে ইংরেজী উইকিপিডিয়ার ধারেকাছেও বাংলা ভার্সনটি এখনও যেতে পারেনি। কেননা, ইংরেজী উইকিপিডিয়ায় যেকোন বিষয়ে সার্চ দিলে তথ্য পাওয়া যায়।
এমনকি সমকালীন বিষয়গুলো নিয়েও সম্পূর্ণ নিবন্ধ প্রকাশিত হয় ই.এন উইকিপিডিয়ায়। যাই হোক, আমি আশা করছি বাংলা বিশ্বকোষও শীঘ্রি এমনটা হবে।
উইকিপিডিয়ায় সার্চ করার জন্য আপনাকে উইকিপিডিয়ার হোমপেজে যাবার প্রয়োজন নেই। আপনি যখন নির্দিষ্ট একটি বিষয়ের উপর সার্চ করবেন এই ব্যাপারে নিশ্চিত থেকে যে, এই নামের নিবন্ধ উইকিপিডিয়ায় বিদ্যমান, তখন নিম্নোক্ত পদ্ধতিটি অনুসরণ করলেই পারেন।
http://en.wikipedia.org/wiki/bangladesh
স্ল্যাশ উইকি লেখার পর আরেকটা স্ল্যাশ দিয়ে বিষয়বস্তুটি লিখুন।
যদি একাধক শব্দ বিশিষ্ট হয়, তাহলে _ ব্যবহার করুন। উদাহরণঃ
http://en.wikipedia.org/wiki/dhaka_city
অনুরূপভাবে বাংলা উইকিপিডিয়ায় সার্চ করতে হলে প্রথমে লিখুন Click This Link
লক্ষ্য করুন, এখানে অভ্র কীবোর্ড সবচাইতে বেশি কার্যকর। অভ্র বাংলা মোড অন করে স্ল্যাশ উইকি এর পর বিষয়টি বাংলায় লিখুন। তাহলেই সংশ্লিষ্ট নিবন্ধটিতে পৌঁছতে পারবেন। আশা করি পড়ালেখা এবার আরো সহজ হয়ে গেছে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।