এবার বাজেট একজন একাউন্টেট নয় একজন অর্থনীতিবিদ করেছেন তা একটু লক্ষ করলেই ভালোভাবে বোঝা যাবে। বেশ কিছু ভাল বিষয় বাজেটে থাকলেও চরিত্রের দিক থেকে গুণগত পার্থক্য নেই। অনেক কিছু বলা হয়েছে কিন্তু যা বলা হয়নি তা নিয়ে যথেষ্ট চিন্তার অবকাশ রয়েছে। দ্রব্যমূল্য বৃদ্দির কারণে বাজেটে গরীবের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার ঘোষণা থাকবে আশা করেছিল মানুষ কিন্তু সে ধরণের কোন ঘোষণা আসেনি বাজেটে, কিন্তু প্রতিরক্ষা খাতে প্রতিবারের মতোই বরাদ্ধ বৃদ্দি করা হয়েছে। সরকারী কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি ভাল দিক কিন্তু যারা বেসরকারী চাকুরীজীবি তাদের জন্য বাজে্টে কোন দিক নির্দেশনা নেই। বেসরকারী প্রতিষ্ঠানগুলোকি তাদের বেতন বৃদ্ধি করবে? বরং এর ফলে মুদ্রস্ফীতি ও দ্রব্যমুল্যের বৃদ্ধি আরো বেগবান হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।