আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের বাজেটঃ কার জন্য , কিসের জন্য ??

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

বাংলাদেশের বর্তমান অনির্বাচিত, অন্যের পৈতাধারী সরকার ২০০৮-২০০৯ এর বাজেট ঘোষণা করেছে । যে বাজেটের বিশাল একটি অংক এর উৎস হবে ঋণ । অর্থাৎ সরকারের বর্তমান নীতি হরো ধার করে ঘি খাওয়ার মতোন । পকেটে নেই ফুটো পয়সা কিন্তু পরিকল্পনার অভাব নেই ! ছেড়া কাথাঁয় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতন অবস্থা । এমন গালভরা বাজেট এর পরিকল্পনা কেন ?? এর ঘাটতির অর্থ আসবে কোথা থেকে ?? কিভাবে ?? আর এই বাজেট কার জন্য , কিসের জন্য?? এই বাজেট কি করে এই দেশের হত দরিদ্র মানুষ গুলোকে বেচে থাকার আশা জোগাবে, স্বপ্ন দেখাবে অনাগত সুন্দর আগামীর ?? দাম বাড়ছে অনেক কিছুর আর কমবে আমাদানী করা সৌদি খেজুরের ??? হায়রে দেশ, দাম কমবে খেজুর, পাবলিক খেজুর খেয়ে বেচে থাকবে ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.