আমাদের কথা খুঁজে নিন

   

নূরী ........................(উৎসর্গ : সকল ছিন্নমূল শিশুকে)

পাখি এক্সপ্রেস

(সংগ্রহে থাকা আমার সবচেয়ে পুরাতন কবিতা) সাগরতীরের বালুচরে কেয়াবনের পাশে উপরে তার ছনে ঢাকা বেড়া ঢাকা বাঁশে। । এমন একটি ঘর দেখিবে একাকী সংসার প্রত্যহ শোনা যাবে কান্নার ঝংকার। । বেড়ী বাঁধে কুড়িয়ে পাওয়া মালঞ্চ শাকে সাদা পান্তা খায় ছিবিয়ে কান্নার ফাঁকে।

। ঐ ঘরের বাসিন্দা যে, নাম তার নূরী বয়স তার ষোল হলেও মনে হয় সে বুড়ি। । চামড়া তার চামড়াতো নয় যেন পাটের ছালা রোদে পুড়ে বৃষ্টি ভিজে করে জ্বালা পালা। ।

শীতে তার হাঁড় কাঁপনে ভিটেসহ কাঁপে জানি না কেন এমন হলো; কোন আজন্ম পাপে। । ধবধবে সাদা কাপড় দেহের উপর ছাড়িয়ে কেঁদে কেঁদে যায় আলোর দিকে দু'হাত বাড়িয়ে। । নূরী'কে দেখবে বলে - কতশত নারী নূরী'কেই দেখি শুধু, দু:খ না দেখতে পারি।

। প্রত্যহ সেথায় অনেক লোকের সমাগম মানবতা বলে শুধু "ওম শান্তি ওম"। । কত রঙয়ের বিলাসীরা সেথায় শত চিত্র তোলে করুণার বশে: ঘর দূয়ারে দু'চার টাকা ফেলে। ।

নূরীদের নিয়ে শিল্পী আঁকে ছবি, কবি লেখে কবিতা জানিনা কবে উঠবে ওদের সুখের সবিতা। । কবিতার এই নূরীকে দেখতে যদি চাও অনুন্নত বিবেকের দূয়ার খুলে দাও। । কবিতার জন্ম সন : ১৯৯৭ইং।

তখন আমি ৭ম শ্রেনীর ছাত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।