আমাদের কথা খুঁজে নিন

   

দূর্নীতি মানে

স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মায়ের ভাষা বাংলায় মাতৃভূমির কথা বলি।

দুর্নীতি মানে ব্যাক্তিত্বহীন নির্বোধের মতো কথা বলা নৈতিকতা বিসর্জন দিয়ে অবৈধ্যভাবে অর্থ উপার্জন করা। দুর্নীতি মানে সামাজিক,ধর্মীয় মূল্যবোধের অবয় অর্থ-বিত্তের অহংকার আর নিজেকে বড় কিছু ভাবা। দুর্নীতি মানে নীতিহীনতা, কথায় কথায় মিথ্যা বলা সময়ে-অসময়ে মায়া কান্না জুড়ে উদ্দেশ্য হাসিল করা। দুর্নীতি মানে লাল ফিতার দৌরত্ম কথায় কথায় বখশিস আর চা-মিষ্টি খাওয়ার কথা।

কাজ বাগাতে বসকে বাড়ী, গাড়ী এবং নারীর প্রলোভন দেয়া। দুর্নীতি মানে রাজনীতির নামে কথায় কথায় হরতাল ডাকা মানুষের পেরেশানী বাড়ানো আর দেশের সম্পদ ধ্বংস করা। দুর্নীতি মানে সাধুর বেশে পথ চলা আলখেল্লা পড়ে ফতোয়া দান আর অসহায়দের দোররা মেরে জীবন করে অবসান । দুর্নীতি মানে বোরকা পড়া নারীর হোটেল কিম্বা গার্ডেনে অবাধ বিচরণ পুরুষের কামুকতার কাছে নারীর সতীত্ব হরণ। দুর্নীতি মানে ম্যাকায়েভেলীর নীতি অনুসরণ করা ক্ষমতায় টিকে থাকতে শঠতা, ভন্ডামী আর মিথ্যার আশ্রয় নেয়া।

দুর্নীতি মানে গোয়েবলস এর থিওরী কোন কিছুকে সত্য বলে চালাতে বারংবার মিথ্যা বলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.