আমাদের কথা খুঁজে নিন

   

চোরকাঁটার দৈনিক দূর্নীতি



মহাখালী ভাড়া দিয়ে, নামি আমি ফার্মগেট; ছাপড়ায় কেক কলা, চেঁছে পুঁছে ভরপেট। দেখে শুনে ডান বাম, একলাফে রোড পার; কে দেয় ব্রীজ পাড়ি, কে ধারে কার ধার? ফুটপাতে সস্তায় সিডি কিনি আসিফের নকলের যুগ তাই, টাকা বাঁচানোর জের। ডেট গেছে পার হয়ে, কেরানীও চায় নোট; ভারী টাকা গুণে দেই তারা নাকি একজোট! টেন্ডার হাতে পেয়ে, মিস কল মেরে যাই; নেতা নাকি জেলে তাই, চিন্তায় মতি ভাই। কথা মতো কালা বাবু, দেয় লিখে ফলস TIN; দিন কে রাত করে , রাত মানে কড়া দিন। পার্টির অফিসেতে বসি জমা আড্ডায়; পকেট টা হট তাই; কে ফিরে গাড্ডায়! মরা খাশী কাচ্ছিতে বেশ হয় ভুড়িভোজ; ফ্রি মাল বেশী টানো, কে রাখে কার খোঁজ!? আধাঁরের চান্স নিয়ে, চড়ি বিনা টিকেটে; দোকানের টাকা বাকি? থাক টাকা পকেটে। এইভাবে আমি এক চোরকাঁটা পাবলিক জনগণ বেঁচে থাক, নেতাগণ ধিক ধিক!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।