আমাদের কথা খুঁজে নিন

   

আমি যাদুকর

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

আমি যাদুকর আমি যাদুকর! চাইলেই হাতে ধরা পায়রাটা- সদ্য ফোটা গোলাপ করে দিতে পারি। কোন রঙ চাই? লাল? নীল? সাদা? হলুদ? গোলাপী? চাইলেই নিমেষে রঙ বদলে দিতে পারি। আমি যাদুকর! কষ্টের পায়ে বেড়ী পড়াতে পারি, সুখকে ক্রীতদাস বানাতে পারি, চোখের জল মুক্তো করে দিতে পারি, খোঁপায় ফুল গুঁজে দিতে পারি, পায়ে আলতা পড়াতে পারি। হাসিকে বেলুন করে, আকাশে উড়িয়ে দিতে পারি। আমি যাদুকর! আমার প্রতিভু গচ্ছিত রেখে. অবলীলায় মৃত্যুকূপে ঝাঁপ দিতে পারি। টাইটানিক থেকে রোজের ফেলে দেয়া নীলা পাথরটা, কুড়িয়ে আনতে পারি। অদৃশ্য এক মানব হয়ে- রানীর মুকুট থেকে কোহিনুর ছিনিয়ে তোমার হাতে সঁপে দিতে পারি। কী, বিশ্বাস হয়না বুঝি! আমি যাদুকর! তোমার গভীর ঘুমে- আমি সেই স্বপ্নের এক যাদুকর। (সংশোধিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।