কবিতা এখন অস্ত্রের অধিকার
হৃদয় শান্তি চায়
হত্যা,রক্ত,যুদ্ধ
জীবন বারবার খোঁজে
তার নতুন অর্থ
কিন্তু শেষঅব্ধি পৌছাবার
আগেই,হারায় পথ।
পশ্চিমে ক্রুশ বিদ্ধ যিশু
দক্ষিণে ধ্যাণ মগ্ন বুদ্ধ
এরই মাঝে মানুষের ইতিহাস।
ঈশ্বর বারংবার পরিহাস
করেছে মানুষকে।
তাইতো পৃথিবী জুড়ে বইছে
হাজারটা রক্ত গঙ্গা
এরই চড়ে সংগ্রামী মানুষ
ফলায়, ভালোবাসার ফসল
বাধে ঘর।
একদিন,সেই চরেও
ওঠে ঝড়
যেন মুছে যাবে মানুষের অস্তিত্ব
ভালোবাসা,ভালোবাসা..................
মানুষ ছুড়ে ফেলে ক্রুশ
বলে ধ্যান নয় শ্রমই জীবন।
দেখে স্বপ্ন,আবার বাধে ঘর
প্রণতি জানায় নতুন সূর্যকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।