আমার সময়ের চাকা বন্ধ হইবে যেইদিন...
আমরা আমাদের গ্রামের অবেহেলিতো মেধাগুলিকে কাজে লাগাতে পারি... আমার মতে, গ্রামের মেধার ব্যবহার শহুরে মেধার চাইতে অনেক সহজলভ্য।
শহরের স্কুল-কলেজ পড়ুয়ারা আজকাল প্রোগ্রামিং শিখছে। গ্রামের মেধাবীদেরও শিখানো সম্ভব। প্রয়োজন সৎ-সাহসী মানুষের। আমার সাহস, সহযোগীতার মনোভাব আছে, আইডিয়া আছে, কিন্তু সামর্থ নাই।
আইডিয়া: আমরা গ্রাম ভিত্তিক আউটসোর্সিং প্রোগ্রাম চালু করতে পারি। যেমনটা ইন্টারনেটের মাধ্যমে আমি নিজেও করে থাকি, আমার মতো শহরের অনেকেই করেন। গ্রামের মেধাগুলিকে আমরা সেই প্রযুক্তির ছোয়া এনে দিতে পারি। এতে করে তারা স্ববলম্বী হবে, দেশের মেরুদন্ড মজবুত হবে।
যাদের সামর্থ আছে তারা চাইলে একত্রে আমরা সামনে অগ্রসর হতে পারি।
অপর দেশকে আর নিজের ভাগ্যকে গাল না দিয়ে, টেকনিকালি আমরা নিজেদেরকে আগে গড়ে তুলি, তারপর আমাদের বর্তমান অবস্থার জন্য দায়ী সব দোষীদের কড়া জবাব দেয়া যাবে..। আগে জবাব দেয়ার মত নিজেদের প্রস্তুত করে নিতে হবে।
এইখানের পুরো চিন্তাধারা আমার নিজের, বেশী কথা বলার লোক না তাই সংক্ষেপে বল্লাম কথাগুলি....প্রয়োজনে বিস্তারিত হবে..
অন্ত:ত পক্ষে আমাকে গঠনমূলক পরামর্শ দিয়ে সাহায্য করূন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।