আমাদের কথা খুঁজে নিন

   

তুমি রাধা হলেও আমি কৃষ্ণ হবো না

কালার বাশিঁ হলো বাম বলে শুধু রাধা নাম অযুত যুগ অপেক্ষায় আছি অবশেষে দেখেছি অপরূপ এক নীলাম্বরী, অঙ্গ নীল আচঁলে নীল অদ্ভূত নীল আহা কী নীল... নীল সাগর। ইচ্ছে হয় ইচ্ছে হয় ঝাঁপ দিতে ইচ্ছে হয়। সাত আসমান ভেঙ্গে বেহেশতের সব হুরপরী সামনে দাঁড়াক - ফিরবো না আমি; ফিরে আছি এক অথৈ নীলে। যে যাই বলুক ফিরাবো না চোখ, আগুনে জ্বলুক আমার অন্তর লক্ষ বছর- ভয় নেই, আগুনে পোড়াবো না তোমার শাড়ি। এতো সুন্দর... এতো সুন্দর স্পর্শ করলেই জানি হবে পাঁপ।

ভয় পাই আমি এই ভীষণ পাঁপে। অন্য ঘরে অন্যের তুমি সারাক্ষণ থাকে মনে এই সত্য, এটাই বাস্তব। তুমি রাধা হলেও আমি কৃষ্ণ হবো না। চাই না হতে দুরন্ত ঢেউ নদীর পাড় ভাঙতে চাই না মোটেও। ভাঙতে চাই না সুখ বসতি তোমার, সুখী হও - সুন্দর তুমি সুখী হও সবচেয়ে বেশি এই পৃথিবীতে এই চাই।

এটাই চাওয়া। ... এবং তোমার সুখ দেখে নিজে খানিকটা দুঃখ বিলাসী হয়তো কখনো হলেও হতে পারি। আর কিছু নয়, কোনো কিছু নয়। তুমি থাকো তোমার ঘরে আমি বরং আমার ঘরে থেকে সুন্দর তোমাকে নিয়ে কালজয়ী কিছু পঙক্তিমালা লেখার চেষ্টা করি। ঠিক আছে- কথা রাখছি আকাশ-বাতাস মায়া-মরীচিকা সব ছাড়িয়ে সব কাব্যের বিষয়বস্ত হবে- ‘ভালোবাসা’।

বিশুদ্ধ সেই ছন্দে থাকবে প্রেমের ধ্র“ব সত্য- ভালোবাসা মান না কখনো কোনো যুক্তি ভালোবাসা মানে না সময় মানে না শিকল মানে না সীমান্ত-শহর-সমাজ। ভালোবাসা যেন অবাধ্য শিশু হামাগুড়ি দিয়ে যেখানে খুশি আর যেখানে নিষেধ - সেখানেই যেতে চায় শুধু। (স্বরচিত)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।