বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান,
সবাই এখন কৌশিকরে পচায়, আঁতে মারে টান।
স্বপন পচায় মিলটন পচায়, আরো পচায় ত্রিভুজ,
লগঅন করলেই ত্রিভুজ করবে তার জান কবজ।
এই না দেখে কৌশিক মিয়া, পাইছে অনেক ভয়,
সবার ব্লগে ঢুকেই সে কিনা হুক্কা হুয়া কয়।
চুল নাই বইলা সবাই তার টাকে মারে বাড়ি,
রাগ কইরা কৌশিক তাই পরছে মাথায় হাড়ি।
হাড়ি ওয়ালা ছবি দিয়া চেহারাটারে ঢাকে,
সাহস কত? মোহামেডানের সাথে লাগতে আবার আসে।
ঝাড়ি খাইয়া কৌশিক কয় আর আসমু না ব্লগে,
দুইদিন ঘাপটি মাইরা আবার ফিইরা আসে।
এতকিছুর পরেও কৌশিক জব্বর একটা পোলা,
অনেক নিকে সবার ব্লগে সেই করে হামলা।
তোমরা সবাই জেনে রাখো কৌশিকের এই গান,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।