কৌশিকের যে পোস্টের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন করছি তা কৌশিক মুছে দিয়েছেন বলেই আলাদা একটা পোস্ট দিচ্ছি, অন্যথায় ওনার পোস্টের মন্তব্য ঘরেই প্রশ্নটা করতাম আমি:
কৌশিকের পোস্টে কৌশিক লিখেছেন রাজাকার জামাত সমর্থিত প্রার্থীরা পেয়েছেন ২৬০০০ ভোট আর আওয়ামী লীগের হিরণ এবং পিডিপির সান্টু প্রত্যেকেই পেয়েছেন ৪৬ হাজার এর বেশী ভোট মানে দুজনে মিলে পেয়েছেন ৯৩ হাজার ভোট প্রায়। কিন্তু আজকে প্রথম আলোতে দেখলাম কামাল ও চান দুজনে যারা বিএনপি নেতা মিলে পেয়েছেন ৪৬ হাজার ৪২ ভোট। কাজেই একটু কনফিউসড্ হয়ে গেছি আমি। ২৬ হাজার ভোট পেয়েছে কি কামাল একা? নাকি আপনার ইনফরমেশনে ভুল ছিল।
আমি এই ব্যাপারটাতে কৌতুহলী হয়েছি কারণ সবসময় দেখতাম বিএনপি বরিশালে বিপুল ব্যাবধানে জিতে যায়।
এবার বিএনপি জেতা তো দূরে থাক কোন প্রতিযোগিতাই করতে পারেনি। তারমানে দূর্নীতি তে বিরক্ত হয়ে কি বরিশালের মানুষ পুরোপুরি বিএনপিকে প্রত্যাখ্যান করেছে কিনা?
বিএনপিপন্হী দুইজন প্রার্থী , যদিও কামাল বহিস্কৃত হয়েছিলেন, ভোটে লড়ার কারণেই তবে কি বিএনপির ভরাডুবি? আজকের প্রথম আলোয় যে ভোট সংখ্যা কামালের আর চানের দিয়েছে তা কি ভুল? আমাকে দয়া করে জানালে ভালো লাগবে।
এটা একান্তই আমার কৌতুহল। পিডিপির সান্টু বরিশালে নাকি অনেক সমাজসেবা করেন, যদিও তিনি একবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামানত খুইয়েছিলেন ১৯৯৬ সনের সংসদ নির্বাচনে, আমি আমার অনেক আত্নীয়ের কাছে শুনলাম যে বিএনপি সমর্থন করে এমন অনেক ভোটার নাকি ভালো মানুষ সান্টু কে ভোট দিয়েছে। সান্টু কি আসলেই ভাল মানুষ?সতি্যকারের সমাজসেবক নাকি অন্যান্য রাজনৈতিক নেতার মতই ভন্ড?
কৌশিক, যদি সম্ভব হয় জানাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।