আমাদের কথা খুঁজে নিন

   

ধীবর

masud_khan@yahoo.com

তুমি তো ধীবর-জাত সারাদিন সারারাত বসে থাকো নদীর কিনারে জাল ফেলে নিশ্চুপ। এমন ধৈর্যের রূপ আহা কোথাও তো দেখি না রে। এমন জাদুর জালে কত মাছ ও শৈবালে ছুটে এসে দেয় আত্মাহুতি। তুমি জাত-জলদাস তবু এ কী পরিহাস মাছে তব জাগে অনুভূতি! ধীবর ও জালের লীলা তরলে ভাসায় শিলা ঘাই মারে মৎস্যরতন জাল নয়,কালাচাঁদ, মায়া লাগানোর ফাঁদ, ত্রিভুবনে কী আছে অমন? একে তো ঘোলাটে পানি তদুপরি কানাকানি, জলে নাকি কামঠ, কুমির! তথাপি ধীবর বলে, কখন নামব জলে মনপ্রাণ উতলা, অধীর। এহেন নদীর বাঁকে তেঁতুলের গাছ থাকে তেঁতুল পাকতে থাকে ক্রমে। কুমির কামুক বটে ঠেলিয়া ডাঙায় ওঠে পাকা-পাকা তেঁতুলের ভ্রমে। জল ও জালের খেলা সারাদিন সারাবেলা মাছেরা মারছে খালি ঘাই জাল সে তো নয়, চাঁদ, মায়া লাগানোর ফাঁদ, ওরকম আমার যে নাই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.