যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর। প্রিয় বন্ধুরা,
গত ১২ জানুয়ারি ২০১২ খ্রি. বৃহষ্পতিবার নতুন বছরে মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের শিক্ষা কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে স্কুলে গিয়েছিলাম। ২০০৮ সালের ১৪ জুলাই প্রতিষ্ঠিত স্কুলটি প্রায় সাড়ে তিন বছরে পা দিয়েছে। এ বৎসর আমাদের স্কুলে তৃতীয় শ্রেণী নতুন খোলা হয়েছে।
শিশু শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী মিলিয়ে সর্বমোট শিক্ষার্থী দুই শতাধিক। সর্বমোট শিক্ষক আছেন চার জন।
স্কুলের সভাপতি জনাব আজিজুন নাহার, সিনিয়র সহকারী প্রধান, কৃষি মন্ত্রণালয়- এর নিরলস প্রচেষ্টায় স্কুলের কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে চলছে। সাড়ে তিন বছরের পুরনো স্কুলের অবকাঠামো অনেকটা দুর্বল হয়ে গেলেও আমরা আশা করছি সভাপতি ম্যাডামের নেতৃত্বে এ বছরই স্কুলের নতুন অবকাঠামো তৈরি করে দিতে পারবো।
ব্লগের বন্ধুদের অব্যাহত সমর্থনে আমরা এ পর্যন্ত স্কুলটি চালিয়ে এসেছি।
আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা।
দেখুন ছবিতে মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের-
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।