আমাদের কথা খুঁজে নিন

   

শুধুই আমার : সাংবাদিক সাইদুর রহমানের কবিতা



শুধুই আমার -সাইদুর রহমান দুর্ঘটনা কবলিত দুনির্বার এক সাক্ষাৎ দান করেছে আমায় এক অমর প্রেম যদিও সে সক্ষাৎকে প্রত্যাশিত বলো তুমি জানি না কতোটা প্রত্যাশিত ছিলো সেটি তবে তোমার-আমার প্রেম যেনো বহুযুগের প্রত্যাশিত এক মহাকাব্য যে কাব্যের অনন্তযৌবনা এক প্রেমময়ী নায়িকা তুমি যার প্রতিটি কথা প্রতিধ্বনি হয়ে প্রতিনিয়ত বাজে আমার কানের পর্দায়। প্রত্যাশাজনিত দুর্ঘটনা থেকেই হয়েছে সাাৎ হয়েছে সম্পর্ক, হয়েছে ঘনিষ্ঠতা তাই তোমাকে নিয়ে শুধুই ভাবি ভাবনার নেই শেষ তুমি আসলেই এক অনন্যা ঘটনাচক্রে আমার মতো অসহায় মানুষের মনে নিয়ে এসেছো প্রাণস্পন্দন যে কারণে অন্যদের চেয়ে আলাদা করি তোমাকে। তোমার নীরব সম্মতি আমার মধ্যে এনে দিয়েছে এক অন্য জগত যে জগতে শুধুই তোমার-আমার বসবাস কারো সেই জগতে অনুপ্রবেশের অধিকার নেই কারণ তুমি শুধুই আমার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।