নারীরা পুরুষ পছন্দ করার ক্ষেত্রে সাধারনত কয়েকটি বিশেষ বিশেষ গুণকে ক্লারিফাই করে থাকে। যারা বিচক্ষণ নারী তারা সাধারণত গুনের কথাই বেশী বিবেচনা করে। যে সকল নারী বিচক্ষণ নয় তারা সাধারণত আবেগকে প্রশ্রয় দিয়ে শুধু চেহারার দিকে তাকিয়েই তার পুরুষ সাথী নির্বাচন করে থাকে।
নারীরা সাধারণত আত্মনির্ভরশীল, ব্যক্তিত্ববান এবং রোমান্টিক পুরুষদের ভালোবাসেন। আসুন তাহলে জেনে নেয়া যাক পুরুষের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকলে নারীর মন জয় করে নেয়া যায়।
রসবোধ ও বুদ্ধিমত্তা:
মেয়েরা সাধারণত একটু রসিক ছেলেদের ভালোবাসে। যে কোনো বিষয় নিয়ে উপস্থিত ভাবে রসালাপ করতে পারে এমন ছেলেদের প্রতি মেয়েরা বেশি আকৃষ্ট হয়। বুদ্ধিমান ছেলেরা নারীদেরকে বেশি আকর্ষণ করতে সক্ষম হয়।
আত্মবিশ্বাসী:
আত্মবিশ্বাসী ছেলেরা মেয়েদের আকর্ষণের কেন্দ্রে থাকে সব সময়। দ্বিধাগ্রস্ত ছেলেদের প্রতি মেয়েরা আকৃষ্ট হয় না।
একজন পুরুষ যত সুন্দর বা রূপবানই হোক না কেন সে যদি আত্মবিশ্বাসী না হয় তাহলে তার প্রতি কোনো মেয়ে নির্ভর করতে পারবে না।
উচ্চতা ও দৈহিক গড়ন:
বিভিন্ন জরিপে সর্বদাই দেখা গিয়েছে যে নারীদের পছন্দ অধিক উচ্চতার পুরুষ। চেহারার সৌন্দর্যের চাইতে মেয়েরা অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে পুরুষের উচ্চতা ও বলিষ্ঠ গড়নকে।
আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী:
নারীদের পছন্দের তালিকায় আত্মনির্ভরশীল পুরুষরা সব সময়েই অগ্রাধিকার পায়। নিজের উপার্জনে চলে এমন পুরুষই নারীর পছন্দ।
বাবার উপার্জনে দিনযাপন করা ছেলেদের খুব একটা পছন্দ করেনা নারীরা। সম্মানিত পদবীতে চাকরী করে এবং স্বচ্ছল পুরুষদেরকে নারীরা তাদের পছন্দের তালিকায় রেখে থাকে।
পুরুষালী আচরণ: নিজের সঙ্গীর কাছ থেকে নারী খোঁজে নির্ভরতা ও নিরাপত্তা। যে পুরুষ তাকে নিরাপত্তা দিতে পারে, নারীর চোখে তারাই পুরুষালী আচরণের অধিকারী। আর এই ধরনের পুরুষদের জন্য নারীর আকর্ষণ সর্বাধিক।
নারী ও পুরুষের একে অপরের দুর্বলতা প্রকৃতির একটি স্বাভাবিক নিয়ম। নারীরা পুরুষের কাছ থেকে নিখাদ ভালোবাসা এবং সম্মান আশা করে। তাই নারীর চোখে আকর্ষণীয় ও ব্যক্তিত্ববান পুরুষ হতে চাইলে নারীর প্রতি সম্মান দেখান এবং সততা বজায় রাখুন।
আসুন জেনে নেই নারীরা যেসকল কারনে পুরষদেরকে অপছন্দ করে।
নুচনুচে স্বভাব:
যে সকল পুরুষ নারীদের দেখলে নুচনুচ করে, সেই সকল পুরুষদেরকে নারীরা শুধু অপছন্দই করে না বরং তাদের বিশেষণ "ঢেমনা" হয়ে থাকে।
মতলববাজ:
কিছু পুরুষ ধুরন্দর মতলব বাজ, তারা একাধিক নারী নিয়ে নাড়াচাড়া করে। সবাইকে ভালোবাসার জালে ফাঁসাতে চায়। পরে ধরা পড়ে ঘৃণার পাত্র হয়ে ইন্টারন্যাশনাল ট্রেডমার্ক ধারণ করে গাছের তলায় বসে গঞ্জিকা সেবন করে থাকে।
সৎসাহসের অভাব:
যাদের মধ্যে সৎ সাহস নাই তারা নারীদের ভালোবাসা পায় না। এমনকি গরীবের ঘরে জন্ম হলেও যে সকল পুরুষ সৎ সাহস দেখিয়ে অবলীলায় তার পছন্দের সাথীকে বলতে পারে তাকেও নারীরা ভালোবাসে।
ব্যক্তিত্বহীন:
মেয়েরা ভাল করে পরখ করে যে ছেলেটার নিজস্ব কোন চিন্তা ধারা আছে কি-না। নাকি অন্যের বুদ্ধি ধার করে চলে। তার চলন বলন পোষাক আশাক একটা বড় ভুমিকা রাখে মেয়েদের পছন্দের তালিকায় ঠাঁই পেতে।
সুতরাং মেয়েদের পছন্দের পাত্র হতে হলে নিজেকে সেই ভাবে তৈরী করুন যেন আপনার মেয়ে বান্ধবী আপনার জন্য মরতেও রাজী থাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।