শঙ্খপাপ আমার
মৃত বক আমাদের বারান্দার কাছে এসে যায় অশরীরী হয়ে
তোমার কোমল-বদন যেমনি ঘুম-দরজায়।
ভোর-রাত্তিরে ঘুম হয় মৃতরূপ, আমি অনেক দিনের
অভিজ্ঞতা থেকে জানি;
যেমন জানি নারীরা হারিয়ে যায়-
ছাদ থেকে পড়ে শব হয়ে যাওয়া কিশোরীর চিবুক।
নারীদল আমার কাছে উত্তীন-ভরের সূর্যপাল
যেসব জ্বালানী পুরালে কৃষ্ণগহ্বর হয়ে যায়; অন্যদের ধ্বংসে যাবে বলে।
প্রকৃত প্রস্তাবে নারীরা একা হারিয়ে যায় না, আমাদের
চেতনা-নগর-জগত কেড়ে হারিয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।