babu লেবুর রসের শত গুণ
মুখে শ্রী বাড়ানোর জন্য এক
টুকরো লেবুর রসের সাথে দু’চামচ দুধ
মিশিয়ে তুলার সাহায্যে মুখে প্রলেপ
লাগাবেন। পনেরো-বিশ মিনিট এই
প্রলেপ রাখার পর ধুঁয়ে ফেলবেন।
মুখের ব্রণ এবং ব্রণের দাগ সরানোর
জন্য লেবুর রস
ত্বকে মাখা একান্তভাবেই দরকার।
তৈলাক্ত ত্বকে ব্রণের প্রকোপ
বেশি দেখা যায়। লেবু কিংবা গাজরের
রস অল্প একটু চিনির
সাথে মিশিয়ে খেলে এর হাত
থেকে সহজেই রেহাই পাওয়া যায়।
আধা চা-চামচ লেবুর রস, এক চা-চামচ
মধুর সঙ্গে মিশিয়ে মুখে ও গলায়
লাগান। পনেরো মিনিট পর
ঠা-া পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এটি আপনার ত্বকে আদর্্রতা আনবে।
মেকআপ করার আগে মুখে এ
রূপটানটি লাগালে উজ্জ্বল হবে মুখ।
মুখে বলিরেখার দাগ আপনার সাজ
নষ্ট করে দেয়।
দশ গ্রাম লেবুর রস
এবং দশ গ্রাম টমেটোর রস
একত্রে মিশিয়ে বলিরেখার উপর
লাগিয়ে পাঁচ মিনিট রেখে ধুয়ে নিন।
বলিরেখা থাকবে না।
পাকা কলা, লেবুর রস ও মধু
মিশিয়ে ২০-২৫ মিনিট
লাগিয়ে রাখলে উপকার পাওয়া যায়।
আবার লেবুর রসের সঙ্গে দুধ ও
চন্দনের গুঁড়া দিয়ে পেস্ট
করে পোড়া জায়গায় ম্যাসেজ
করলে উপকার পাওয়া যায়।
লেবুর রস ও শসার রস
সমপরিমাণে মিশিয়ে নিন।
ব্যস,
হয়ে গেল অ্যান্ট্রিনজেন্ট লোশন
তৈরি। এটি ত্বকে লাগেিয় দেখুন।
কয়েকদিনের মধ্যেই ত্বকের
তেলতেলে ভাব কমে যাবে।
হাতের কনুই, হাঁটু, পায়ের
গোড়ালি এসব জায়গায়
বেশি ময়লা জমে। এ নিয়ে অনেকেরই
দুঃশ্চিন্তার শেষ নেই।
আধা টুকরো লেবু নিয়ে এই
জায়গাগুলোতে ভাল
করে ঘষে নিলে ময়লা উঠে গিয়ে ঝকঝকে হয়ে উঠবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।