sabujs@yahoo.com
মেঘের রাজ্যে বান ডাকে আজ শ্রাবন জলের ধারা
হরেক কদম কন্যারা হায় লজ্জা মেখেই সারা
বুনো ঘাসের নিদাঘ বনে উদাস বায়ু ধায়
বাসক বনের হৃদয় পোড়ে বিজলি মেয়ের মায়
নাড়িয়ে দিয়ে ঝাউবনের ঐ দুষ্টু শাখার দুল
সন্ধ্যে নামে দুই কপোলে উড়িয়ে তোমার চুল
রিম ঝিম রিম বাদল হাসে টুপ টুপা টুপ জল
নবনবতী জলগুলো আজ দুই পায়ের ঐ মল ........... ''
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।