ঝড়ো বাতাসে উড়িতেছে চুল, দুলিতেছে টলোমলো মন,
ঘন কালো্ পথ বন্ধুর, আসিয়াছে সংগ্রামী এই ক্ষন।
এলোপাথারী স্বপ্নবিলাস ভঙ্গুর সব স্বপ্নের নীড়,
জ্বলেপুড়ে সব হলো ছারখার, উঠে দাড়াই শশ্বান বেদীর। ।
ছমছম হলো সব চারিধার, দুরে শোনা যায় বজ্র আঘাত,
এতোদিনের তপস্যার ফল পাইলাম আমি চুমিয়া ললাট।
একি পাইলাম? এ আমি কোথায়? জনঞ্জালে ভরা ধুলির সাগর,
সমুদ্রের পথে গৃহ হারা আমি, হইলাম আমি এই যাযাবর?
ধীর পায়ে আমি নেমে আসি, ছেড়ে ম্রিয়মান তপ্ত শশ্বান,
চারিপাশে কিছু নেই আর মোর, পড়ে আছে ঐ তরোবারি খান।
তুলিয়া নিয়া প্রিয় সঙ্গিকে, ঝাপ দেই কালো নিকষ তিমিরে,
যেতে হবে মোর আরো বহুদুর, সময়কে হারাতে হবে যে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।