আমাদের কথা খুঁজে নিন

   

শিল্পী এসএম সুলতান আমাদের কাকু হতেন



শিল্পী এসএম সুলতান আমাদের কাকু হতেন ......................... চারুকলায় যখন পড়তাম, প্রায়ই যেতাম মাছিমদিয়ায় (রুপগঞ্জ, নড়াইল চিত্রা নদীর পাড়ে, ভিক্টোরিয়া কলেজের মাঠ পেরিয়ে, নিশিনাথতলার বটগাছের নিচ দিয়ে)। লাল মিয়ার বাড়ি। লাল মিয়ার পালিত পুত্র তখনকার আর্ট কলেজ-স্টুডেন্ট দুলালদা ( দুলাল দা নিহারবালার ভাই, নিহারবালা হচ্ছেন লাল মিয়ার দেখভালের নারী প্লাস কন্যাসম)) তাকে কাকু বলে সম্বোধন করতেন। আমরা, বন্ধুরাও তাই লাল মিয়া ওরফে শিল্পী এস এস সুলতানকে কাকু বলে ডাকতাম। কাকুর সঙ্গে অনেক ছবি তোলা আছে আমাদের, সে-বয়েসের।

কাকু কিছু ড্রইংও করে দিতেন আমরা আমাদের ড্রইংখাতা ( কার্টিজপেপার) তাঁর সামনে বাড়িয়ে দিলে। তখন বুঝিনি তেমন, শিল্পী এস এম সুলতান সাই সাই করে আঁকিবুকি করে দিচ্ছেন আমাদের স্কেচ-স্টাডি খাতায়। সে-সব ছবি বা খাতা আজও আছে আমার কাছে, আমার সে-সময়ের চারুকলার বন্ধুদের কাছেও থাকতে পারে। ঢাকা থেকে বন্ধুরা আসব, বিশেষ করে কাকুর জন্মদিনে। ডিউক ( নাসিমুল খবীর), আতিক (নূরুল আলম) তারিফসহ অনেকেই।

কাকু ছিলেন নড়াইল অঞ্চলের বাউল কিন্তু 'সুলতান'। জন্মদিনের রাতে সারারাত তার বাড়িতে একদল শিল্পী সানাই বাজাত পরেরদির দুপুর পর্যন্ত। দুপুরের পর সুলতান কাকুকে পালিত কন্যা নিহারবালা দেবী চেয়ারে বসিয়ে সাজুগুজু করিয়ে দিতেন। পরিপাটি কিন্তু বাউলা-আলখাল্লা ধরনের পোশাক পরিয়ে দিতেন। এরকম পোশাক আমার দুজন পরিচিত খাতিরের লোককে আমি পরতে দেখেছি।

একজন মহাত্মা ছফা, আরেকজন মহাত্মা রবীন্দ্রনাথ। তবে, জন্মদিনে, সুলতানের পায়ে সিঁদুর দিয়ে লাল করে দিতেন নিহারবালা দেবী। নিজে তিনি শিল্পীকে গোসল করিয়ে তার আলখাল্লা পোশাক পরাতেন। তিনি বলতে নিহারবালা, আমাদের দিদি, দুলাল দা'র বোন। দুলাল দার দুটো সোমত্ত ভাগনিও ছিল বাড়িতে, একটার নাম পদ্মা, অন্যটা বাসনা।

সাজুগুজু হয়ে গেলে সুলতান হয়ত গিয়ে দাঁড়াতেন তার বাড়ির পেছনের চিত্রাপাড়ে। নদীর দুপাড়ের অপেক্ষমাণ শতশত নারী-কিশোরী তখন উলুধ্বনিতে মুখর করতে ফেলত চারপাশ। সুলতান চেয়ারে বসলে অসংখ্য নারী সুলতানের পায়ে গড় হয়ে প্রমাণ করতেন উলুধ্বনির ভেতর। এরকম 'জন্মদিন উৎসব' আমি আর কারো হতে দেখিনি আজও, এই বাংলায়। এই হচ্ছেন শিল্পী এসএম সুলতানের সাম্রাজ্য।

আজকের হাই ডেফিনেশন রেজুলেশনের লোকেরা হয়ত অনেকে এসব কথা বিশ্বাসও করবে না। আমরা কাকুর সঙ্গে একই ভ্যানে উঠে মাছিমদিয়া থেকেই একটু দূরে তার বাগান দেখতে যেতাম। সেখানে অসংখ্য গাছ ছিল। শুনেছি, সুলতান কাকুর মৃত্যুর পর সেখানে মিউজিয়াম হইছে। ঢাকায়, ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে কাকুর জীবনের এক্কেবারে প্রথম দিককার পেন্সিল+ চারকোল ড্রইং, ওয়াটার কালার-স্টাডিসহ অনেক কাজ প্রদর্শিত হচ্ছে।

সুলতানের কাজের মূল্য আজ লক্ষ-লক্ষ টাকা। সেদিন আমরা তেমন বুঝিনি, তেমন পাত্তাও দিইনি, সুলতানের বাড়িতে যাওয়া-আসা করেও। সেদিন বরং আমরা সুলতানের বাড়িতে গেলেও, ওখানকার চিত্রা নদী দেখার নেশায় বেলা কাটিয়ে দিয়েছি এবং খিদে লাগলে লাল মিয়ার বাড়িতে, কাকুর সঙ্গেই একই ডাইনিং টেবিলে বসে খেয়ে-দেয়ে, কাকুর সঙ্গে কিছুটা কনস্টেবল-টার্নার-পিকাসো-দালি-জয়নুল সাহেব ও বাংলার কৃষক কালচার করেই আবার বেরিয়ে পড়তাম চিত্রাদের ঢেউ দেখতে। বয়সটাই সে-রকম। কোথায় আজ সেইসব ফ্রক পরা চিত্রা নদীরা? ছফা ভাইকে দেখতাম সুলতানের বাড়িতে, হজরত ছফার সঙ্গে তখনও আমার খাতির হয়নি।

দেখতাম, ছফা সুলতানকে মাঝেমধ্যেই ভর্ৎসনা করছেন। সুলতান সে-ভর্ৎসনা গ্রহণ করতেন। ছফা যদিও সুলতানের চেয়ে বয়সে জুনিয়র। 'যদ্যপি আমার গুরু'তে সুলতান-ছফা-আব্দুর রাজ্জাককে মিলবে। গ্যালারিতে দাঁড়িয়ে এসব কথায় মনে পড়ছিল।

ফটোগ্রাফি: শাশ্বত মিত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।