আমাদের কথা খুঁজে নিন

   

ভেবে দেখিনি



-তোর চোখের নিচে কালো দাগ কেনো? -রাত জেগে ফোনে প্রেম করেছি - প্রেমটা কি শুধুই ফোনে নাকি মনেও ছিলো? -ভেবে দেখিনি -তোর চোখে এতো জল কেনো? -ওর লাল চোখে তাকিয়েছিলাম বহুক্ষণ - শুধুই কি চোখের লাল নাকি হৃদয়ছেঁড়া রক্তের লালেও দৃষ্টিপাত করেছিলি? -ভেবে দেখিনি -তোর শরীর এতো নিস্তেজ কেনো? - কেনো আবার, আদর নিয়েছি, আদর - শুধুই আদর নিয়েছিস নাকি দেয়ার চেষ্টাও করেছিস? - ভেবে দেখিনি -তোর ঠোঁটের লিপস্টিকের এ হাল কেনো? -ওর ঠোঁট রাঙিয়ে দিয়েছি -শুধুই কি ওর ঠোঁটই রাঙিয়েছিস নাকি মনটাকেও? -ভেবে দেখিনি -একি! তোর শরীর এতো শীতল কেনো? -বললাম তো উত্তাপ কমিয়ে এসেছি -শুধুই কি শরীরের উত্তাপ কমিয়েছিস নাকি মনেরও? এবার ভেবে দেখতো। -মনের উত্তাপ কমিয়ে মরবো নাকি? দূর হ হতচ্ছারা!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.