একা নরকে
কষ্ট - এক
তুমি বললে আমি তোমার
আমি বললাম সেতো জানি
তুমি বললে ভালোবাসো
আমি বললাম তাও মানি।
আমি বললাম কাছে আসো
তুমি বললে কাছেই আছি,
আমি বললাম চুমু খাবো
তুমি বললে দেরি করো-
কতো দেরি?
তা বলোনি।
কষ্ট - দুই
সুখের মাঝে অসুখ থাকে
ফুলের মাঝে কীট,
তোমার কাছে বুক চাইলাম
তুমি দিলে পিঠ।
কষ্ট - তিন
গোখরো সাপের লেজে পা দিয়ে
ছোবলের বিষ নিয়ে আজো বেঁচে আছি,
তুমিও ছোবল দিলে বুকে
জানতেও পারিনি কখন যে মরে গেছি।
কষ্ট - চার
এভাবে কষ্ট দিলে আমি নষ্ট হয়ে যাবো,
সব জেনে শুনে এ কোন খেলায় মেতে
আমার স্বপ্নের ঘরে আগুন জ্বেলে দিলে?
এবার আমি কঠিন প্রতিশোধ নেবো।
তোমার আঙ্গিনায় আমি একটি
গোলাপের বাগান করে দেবো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।