আমাদের কথা খুঁজে নিন

   

অনূদিত জেনগল্প ২৭ : নীরবতার আওয়াজ

জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা।

চার ভিক্ষু মিলে সিদ্ধান্ত নিলেন যে তারা দুই সপ্তাহকাল কোনো কথা না বলে নীরবে ধ্যান করবেন। ধ্যানাবস্থায় প্রথমদিন রাত নামলে মিটমিট করতে করতে মোমবাতিটি নিভে গেল। প্রথম ভিক্ষু বললেন, কী মুশকিল! মোমটা তো গেল নিভে। দ্বিতীয় ভিক্ষু বললেন, আমরা কি করি নি ঠিক যে বলব না কোনো কিছু? তৃতীয় ভিক্ষু বললেন, ভাঙলে কেন নীরবতা তোমরা দুজন মিলে? এবার চতুর্থ ভিক্ষু হাসতে হাসতে বললেন, আমিই একমাত্র ব্যক্তি যে বলি নি কোনো কথা। অনুবাদ : জেন সাধু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।