কত কথাই বলা হল এ জীবনে,
আরও কত কথাই তো শুনলাম,
সেই ছোট বেলায় যখন মা কে
মা বলে ডেকে ছিলাম,
মা শুনিয়েছিল কত আদরের ডাক
বাবা সোনা আরও কত কি ,
যে নামে এখন আর কেউ ডাকেনা।
তার পরে আরও অনেকে বলেছে,
অনেকে বলেছে অনেক কিছু
ডেকেছে অনেক নামে
বাবা বলেছে,বলেছে ভাই বোন
সাথের সব বন্ধুরাও,আর ক্লাসের
টিচাররা তো অবিরাম বলেচলেছে
রাস্তায় ভিক্ষুক বলছে"একটা ভিক্ষা দেন"
সবাই এতবলছে কিন্তু একটা কথা কেউ বলছেনা
যে কথাটি আমি শুনতে চাচ্ছি
একটু আবেগ দিয়ে,একদম হৃদয় থেকে,
কেউ বলছে না,"তোমায় ভালোবাসি"।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।