sabujs@yahoo.com
পৌষের রৌদ্র গায়ে মেখনা'ক তুমি ----
সে রোদে ভালোবাসা আছে ''
তুমি তো ভালোবাসাই চাওনা
তার প্রয়োজনও নেই তোমার ............
দ্যাখ কী জোৎস্না তুমি ?
কখনো কী চিৎ হয়ে গুনতে শিখেছ আকাশের তারা?
তুমি চাদঁ দেখতে যেওনা
তারারও প্রয়োজন নেই তোমার .........
কেদেঁছ কি কোনদিন দেখে অসহ্য বিকেল ? ?
----- তুমি তো রৌদ্রই ছুতেঁ শেখনি ''
অথচ কী আশ্চর্য দ্যাখ .............
সবগুলো সুন্দর বিকেল তোমার কথা বলে বলে সন্ধ্যে হয়ে যায়,
সবগুলো রাত্রি তারার আলো জ্বেলে তার আঁধার ঘুচায় ...........
এইসব ভালোবাসা তোমায় ছোঁবে ........ ছুয়েঁ যাক ক্ষতি নেই ...
তুমি নাইবা আমায় ছুতেঁ শিখলে ............... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।