আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবীর [সা] কর্মসূচী......... ৯ম পর্ব

কষ্ট হলেও সত্য বলা বা স্বীকার করার সাহসই সবচেয়ে বড় সততা।

৭। বেকার সমস্যার সমাধানঃ কর্মহীন অলস, বেকার ও অভাবগ্রস্ত লোকদের জন্য কর্মসংস্থান করা, জীবিকা উপার্জনের উপায় সংগ্রহ করে দেয়া, অর্থনীতির ইতিহাসে এক চিরন্তন সমস্যা। বহু কর্মক্ষম লোক অলসতা কিংবা কর্মের অভাবে তাদের অন্তর্নিহিত বুদ্ধি প্রতিভা ও কর্মক্ষমতাকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। বহু কর্মহীন বেকার যুবক কর্মের অভাবে হতাশায় ভুগছে, মদ, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ইত্যাদি সমাজ বিরোধী তৎপরতায় ডুবে আছে।

এ সকল সমস্যার সমাধান মহানবী [সা] অতি সুন্দরভাবে দিয়েছেন। হালাল রুজি অন্বেষণের ব্যাপারে রাসূল [সা] বলেনঃ “ফরয ইবাদত শেষে হালাল রুজির অন্বেষণ করাও ফরয তথা একান্ত করণীয় কাজ। ” ৮। সম্পদ বণ্টনে জীবিকার্জন ও ব্যবসা বাণিজ্যে প্রেরণাঃ মহানবী [সা] তার অর্থ ব্যবস্থার তথা সম্পদ বণ্টন-এর মাধ্যমে জীবিকা অর্জন ও ব্যবসা বাণিজ্যে লোকদেরকে প্রেরণা দিয়ে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করেছিলেন। তিনি স্বহস্তে জীবিকার্জনকে এবং সম্পদ অর্জনকে শরীয়তের অংশ হিসেবে ঘোষণা দিয়ে বলেনঃ “স্বহস্তে উপার্জিত সম্পদই হচ্ছে সর্বোত্তম সম্পদ।

” তিনি আরো বলেনঃ “সত্যবাদী, ন্যায়পন্থী ও বিশ্বস্ত ব্যবসায়ী নবী ও সিদ্দিকের মর্যাদায় অভিষিক্ত হবেন। ” মহানবী [সা] এভাবে বহু বাণীর মাধ্যমে জীবিকা ও ব্যবসার প্রতি আগ্রহ সৃষ্টি করে গেছেন, যা আজও সকলের আদর্শ। মহানবী [সা] আরো ঘোষণা করেছেনঃ “ব্যবসায়ী মাত্রই কেয়ামতের দিন অপরাধী হিসাবে পুনরুত্থিত হবে, তবে তারা নয় যাদের কার্যে খোদাভীতি ছিল, ন্যায় ও সত্যবাদিতা গুণ ছিল। ” ৯। ভিক্ষাবৃত্তির উচ্ছেদ সাধনঃ মহানবী [সা] তার উপস্থাপিত সম্পদ বণ্টন ব্যবস্থায় অভাবীদের অবস্থার উন্নতি ও বেকার সমস্যার সমাধানে পথ নির্দেশনা দিয়ে কর্মহীন লোকদের কর্মসংস্থানের মাধ্যমে জীবিকা অর্জনের প্রেরণা ও উজ্জ্বল দিক নির্দেশনা জ্ঞাপনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন তথা সম্পদের উন্নয়নে এক অবিস্মরণীয় উজ্জ্বল পদক্ষেপ রেখেছিলেন।

তাই তিনি ভিক্ষাবৃত্তি দমনে গুরত্বারোপ করে এ প্রথা চিরতরে বিলুপ্তির ব্যবস্থা করেছিলেন। মহানবী [সা] ভিক্ষাবৃত্তির ব্যাপারে কঠোরতা আরোপ করে বলেনঃ “যে ব্যক্তি পেশা হিসেবে অন্যের মাল, ভিক্ষা চাইবে, সে যেন ভগ্নির জ্বলন্ত অংগার চেয়ে নিল। কাজেই বেশী নিবে না কম নিবে সেটা তার এখতিয়ার। ” তিনি আরো বলেনঃ “রশি নিয়ে বনে গিয়ে এক বোঝা কাষ্ঠ আহরণ করা এবং তা বিক্রি করে অর্থোপার্জন করা লোকের কাছে ভিক্ষা করা থেকে উত্তম। যেখানে দেওয়া ও না দেওয়ার সম্ভাবনা রয়েছে।

” (চলবে) ৮ম পর্ব ৭ম পর্ব ৬ষ্ঠ পর্ব ৫ম পর্ব ৪র্থ পর্ব ৩য় পর্ব ২য় পর্ব শুরু পর্ব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.